নিজস্ব সংবাদদাতা: বহুদিন ধরেই টলিপাড়ার অন্দরমহলে চর্চা চলছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর প্রেম নিয়ে। তিনি যে প্রেম করছেন এই খবর 'বহুরূপী'র গান মুক্তির দিনই জানিয়েছিলেন ঋতাভরী। 


এমনকী 'বহুরূপী'র প্রচারের জন্য প্রেমিকের কাছে যেতে পারেননি তিনি এও জানিয়েছিলেন। সঙ্গে উল্লেখ করেছিলেন প্রেমিক মুম্বইয়ের বাসিন্দা। এরপর ছবির প্রিমিয়ারে একসঙ্গে হাত ধরে হলে প্রবেশ করতে দেখা গিয়েছিল তাঁদের।‌ কিন্তু তখনও প্রেমিকের পরিচয় সামনে আনেননি অভিনেত্রী। 


চলতি বছর আলোর উৎসবে নিজের প্রেমিককে প্রকাশ্যে আনলেন ঋতাভরী। সমাজ মাধ্যমে লেখক সুমিত অরোরার সঙ্গে ছবি ভাগ করে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানান অভিনেত্রী। এই ছবি সামনে আসতেই প্রেমের গুঞ্জন যে সঠিক তা খোলসা হয়েছে নেটিজেনদের কাছে। সুমিত অরোরা বলিউডের বেশকিছু ছবি‌ ও সিরিজের সংলাপ লিখেছেন। তার মধ্যে রয়েছে 'জওয়ান', 'স্ত্রী', 'চন্দু চ্যাম্পিয়ান' ও সিরিজ 'ফ্যামিলি ম্যান'-এর মতো কাজগুলো।


মনোবিদ চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম ভাঙার পর নাকি মুম্বইয়ের খ্যাতনামী এই লেখকের প্রেমে পড়েছেন ঋতাভরী। এবার প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন অভিনেত্রী। সমাজ মাধ্যমে সুমিতের সঙ্গে আদুরে ছবিতে ঋতাভরীকে দেখা গেল হলুদ শাড়িতে। অন্যদিকে সুমিতের পরনে সাদা পাঞ্জাবি। দু'জনের মুখেই দেখা গেল চওড়া হাসি। ঋতাভরী ওই পোস্টের ক্যাপশনে লেখেন, "তুমি আমার শান্তির জায়গা। আমার প্রিয় বন্ধু, প্রিয় মানুষ।" অভিনেত্রীর এই পোস্টে জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।