নিজস্ব সংবাদদাতা: নিত্য নতুন গল্পের ভিড়ে জায়গা করে নিচ্ছে পারিবারিক গল্পও। হারিয়ে যাওয়া একান্নবর্তী পরিবারের নানা গল্প এই মুহূর্তে দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। সেই সঙ্গে আসছে সাপ্তাহিক টেলি সিরিজও। যা এক সময় জায়গা করে নিয়েছিল দর্শক মনে। এখন আরও একবার ফিরছে এই টেলি সিরিজের ঘরানা। 'হইচই'-এর হাত ধরে আসছে এক নতুন টেলি সিরিজ।
 
 পরিচালনায় সৌমাল্য। পারিবারিক গল্পে এবার ফুটে উঠতে চলেছে সংসারের এক অজানা কাহিনি। সূত্রের খবর, এই গল্পে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। 'হইচই'-এ এবার আসছে ঋতাভরীর পরপর দু'টি সিরিজ। চলছে 'বিধি বাম'-এর শুটিং। এর মধ্যেই শুরু হতে চলেছে তাঁর নতুন সিরিজের কাজ। 
 
 গল্পের অন্যান্য চরিত্রে দেখা যাবে ভাস্বর চট্টোপাধ্যায়, মল্লিকা মজুমদার, শুভ্রজিৎ দত্ত, আর্য দাশগুপ্তকে। এছাড়াও থাকবেন টলিপাড়ার বহু পরিচিত মুখ। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি সিরিজের নাম। এই মুহূর্তে ঋতাভরীর পায়ে চোট লাগার কারণে তিনি শুটিং-এ যেতে পারছেন না বলে খবর। 
 
 প্রসঙ্গত, ঋতাভরীর 'বিধি বাম'-এর পরতে পরতে থাকবে রহস্যের জাল। সিরিজে এক বিধবা নারীর চরিত্রে দেখা যাবে,অভিনেত্রীকে। সমাজের চিরাচরিত রীতি ভাঙার গল্প আগেও বলেছেন ঋতাভরী। তাঁর কাজের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সমাজ বদলানোর বার্তা। এই সিরিজেও কি তেমন কিছু তুলে আনবেন অভিনেত্রী? অন্যদিকে, টেলি সিরিজে অভিনেত্রীকে এমনই কোনও চরিত্রে দেখা যাবে কিনা তা নিয়ে কোনও খবর পাওয়া যায় নি।
