নিজস্ব সংবাদদাতা: বহুদিন ধরেই টলিপাড়ার অন্দরমহলে চর্চা চলছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর প্রেম নিয়ে। তিনি যে প্রেম করছেন এই খবর 'বহুরূপী'র গান মুক্তির দিনই জানিয়েছিলেন ঋতাভরী। 

গত বছরই দীপাবলিতে বলিউডের চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে প্রেমে সিলমোহর দিয়েছেন অভিনেত্রী। বিশেষ বিশেষ দিনে সঙ্গীর সময় কাটাতে মুম্বই উড়ে যান নায়িকা। এবছর 'ভ্যালেন্টাইনস ডে'-র দিনেও ছিল বিশেষ পরিকল্পনা। তবে পায়ে চোট পাওয়ার কারণে সব বানচাল হল ঋতাভরীর।

শুক্রবার ভোরে বাড়ির সিঁড়ি থেকে হোঁচট খেয়ে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন নায়িকা। ঋতাভরীর সহকারীর কথায়, "বড় কোনও আঘাত নয়। তবে পা ভীষণ ফুলে গিয়েছে। পড়ে গিয়ে পায়ের টিস্যুতে আঘাত লেগেছে।" 

ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এর একটি সিরিজের শুটিং করছিলেন ঋতাভরী। এদিন সকালেও শুটিং যাওয়ারই তোড়জোড় করছিলেন তিনি। সেই সময়  সিঁড়ি থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যান। নায়িকার সহকারী জানিয়েছেন, আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। সুস্থ হলেই শুটিং ফ্লোরে ফিরবেন বলে জানা গিয়েছে।