নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ার চর্চিত জুটি রাজদীপ গুপ্ত ও তন্বী লাহা রায়।‌ দু'জনেই মাকে হারিয়ে একে অপরকে মনের জোর দিয়েছিলেন। সেই মনের জোর কাছাকাছি আনে তাঁদের। রাখঢাক বাদ দিয়ে সমাজমাধ্যমে দু'জনে রোমান্টিক মুহূর্ত তুলে ধরেন। 

 


নিজেদের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি তাঁরা। বরাবরই খোলা মনে প্রেমে স্বীকৃতি দিয়েছেন জুটিতে। নেটপাড়ায় দু'জনকে একসঙ্গে দেখলেই অনুরাগীরা তাঁদের বিয়ে নিয়ে প্রশ্ন তোলেন। কবে করছেন তাঁরা বিয়ে? এই প্রশ্নে এখন জেরবার রাজদীপ-তন্বী। তবে এর মাঝেই নেটিজেনদের চোখ পড়েছে তন্বীর সাম্প্রতিক পোস্টে। যা দেখে বেড়েছে তাঁদের কৌতূহল। 

 


নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে নিজের কয়েকটি ছবি ভাগ করেন তন্বী। যেখানে অভিনেত্রীকে গোলাপি রঙের শাড়িতে দেখা যায়। সঙ্গে হালকা সোনার গয়না ও সিঁথিতে সিঁদুর। ব্যস! তন্বীর সিঁথিতে সিঁদুর দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। প্রশ্ন উঠে এসেছে, তবে কি গোপনে বিয়ে সেরেছেন রাজদীপ-তন্বী? 

 


যদিও জানা যাচ্ছে, মোটেই গোপনে বিয়ে করেননি তাঁরা। বরং তন্বীর এই লুকটি একটি বানিজ্যিক কাছের। নববর্ষের শুভেচ্ছা নতুন কাজের লুকের মাধ্যমেই জানিয়েছেন অভিনেত্রী।