সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ইতিহাসে রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া—এই জুটির নাম এক আলোচিত, মুচমুচে অধ্যায়। কিন্তু তাঁদের দাম্পত্যজীবনের মধ্যেই এক সময় ছড়িয়ে পড়েছিল এক চাঞ্চল্যকর গুজব—ডিম্পলের সঙ্গে নাকি অভিনেতা রাজা মুরাদের মাখোমাখো ঘনিষ্ঠতা হয়েছিল! গুঞ্জন আরও চড়া হয়েছিল, যখন দাবি করা হয়েছিল রাজেশ খান্না নাকি রাগের মাথায় চড় কষিয়েছিলেন রাজা মুরাদকে!
বহু বছর পর এ প্রসঙ্গে এবার নিজেই মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা রজা মুরাদ। তিনি অকপটে জানালেন—“এই গুজবের একফোঁটাও সত্য নয়। এটা ১০০ শতাংশ মিথ্যে!”
 
 রাজা মুরাদ জানিয়েছেন, ‘ঊর্বশী’ নামের একটি চলচ্চিত্র পত্রিকাতে লেখা হয়েছিল— “রাজা ও ডিম্পল একসঙ্গে ফিল্ম সিটিতে গাড়ি করে গিয়েছিলেন, সেখানে তখন শ্যুট করছিলেন রাজেশ খন্না। রাজেশ কথা বলছিলেন ডিম্পলের সঙ্গে, তখন নাকি রাজা মুরাদ তাঁকে চলে যেতে বলেন। সেই শুনে রেগে গিয়ে রাজেশ নাকি কষিয়ে চড় মারেন রাজাকে!”
এই গল্পকে একেবারে ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছেন রজা। তিনি বলেন— “আমরা তিনজন—আমি, ডিম্পল আর কাকাজি (রাজেশ খন্না)—কখনও একসঙ্গে একই লোকেশনে ছিলাম না। কেউ কারও সঙ্গে গাড়ি করে যাইনি। সম্পূর্ণ বানানো গল্পকথা! এক শতাংশ সত্যতা নেই এই গুজবের।”
 
 এই গুজব খবর ছড়ানো সেই সাংবাদিকের সঙ্গে অবশ্য পরবর্তী কালে দেখা হয় রজার। কিন্তু সেখানে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেননি তিনি। “ওই সাংবাদিককে একটা ফিল্ম পার্টিতে দেখেছিলাম । ইচ্ছে করল ঝগড়া করি, কিন্তু সেটা তো অন্যের দেওয়া পার্টি।  ওই সাংবাদিকের মতো আমিও আমন্ত্রিত। তাই অন্যের অনুষ্ঠানে রাগ দেখানো, অপমান করা ঠিক না। তাই স্বাভাবিকভাবেই মিশেছি” বললেন বর্ষীয়ান অভিনেতা। 
 
 ডিম্পলের সঙ্গে ‘জানবাজ’, ‘আগ কা গোলা’, ‘প্যায়ার কে নাম কুরবান’, ‘গুনাহ’-সহ একাধিক ছবিতে কাজ করেছেন রাজা মুরাদ। রাজেশ খন্নার সঙ্গেও ‘নমক হারাম’, ‘তাগ’, ‘তিনকু’, ‘অঁচে লগ’, ‘অধিকার’, ‘বেগুনাহ’, ‘রিয়াসত’-এর মতো নানা ছবিতে দেখা গেছে তাঁকে। তবে কাজের সূত্রে  ডিম্পলের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় থাকলেও, বাস্তবে সম্মানজনক দূরত্ব ছিল দু’জনের মধ্যে। 
১৯৭৩-এ বিয়ে করেন রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়া। সে বছরই মুক্তি পায় ববি—ডিম্পলের অভিষেক ছবি। বিয়ের পর সিনেমা ছেড়ে দেন ডিম্পল। তবে এরপর আটের দশকে বড় পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন করেন ডিম্পল। ১৯৮৪-তে রাজেশ-ডিম্পল আলাদা হয়ে যান, যদিও আইনি বিচ্ছেদ হয় ২০১২ সালে। আর সেই বছরই প্রয়াত হন রাজেশ খান্না। প্রসঙ্গত, এখন তাঁদের দুই মেয়ে - টুইঙ্কল খন্না ও রিঙ্কি খন্না, দু’জনেই অভিনয় জগতে পা রেখেছিলেন এবং এখন মূলত লেখালেখির জগতে ব্যস্ত।
