বলিউডে যেমন অ্যাকশন আর নাটক চলে পর্দায়, তেমনই বাস্তব জীবনেও মাঝে মাঝে উঠে আসে এমন এক মুহূর্ত, যা হৃদয় ছুঁয়ে যায়। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-এর একটি পর্বে এমনই একটি মধুর, আবেগে ভরা দৃশ্যের সাক্ষী থাকল দর্শক।
‘সন অফ সর্দার ২’-এর প্রচারে এসে উপস্থিত ছিলেন অজয় দেবগণ, ম্রুণাল ঠাকুর এবং রবি কিষণ। আর সেখানেই রবি কিষণ খুলে দিলেন তাঁর জীবনের এমন এক অধ্যায়, যা জানার পর অনেকের চোখেই জল।কপিল শর্মা প্রশ্ন তোলেন, সত্যিই কি রবি কিষণ প্রতিদিন রাতে স্ত্রীর পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেন? সাদামাটা হাসি দিয়ে রবি বলেন, “হ্যাঁ, করি। যদিও উনি করতে দেন না। তাই যখন উনি ঘুমিয়ে পড়েন, তখন করেই ফেলি…”
এই বক্তব্যে শুরুতে হাসির রোল উঠলেও, রবি যখন বললেন এই প্রথার পেছনের আসল কারণ, তখন স্টুডিওতে এক অন্য আবহ তৈরি হল। “আমি যখন কিছুই ছিলাম না, পাশে ছিলেন প্রীতি। কোনও টাকা ছিল না, কোনও কাজ ছিল না… তবু কখনও আমার হাত ছাড়েননি। আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, তা একমাত্র ওর জন্য। আমি ওর পায়ে হাত না রাখলে কী রাখব?” — বললেন আবেগে ভরা কণ্ঠে।
এই আবেগঘন মুহূর্তে হালকা রসিকতা এনে দিলেন অজয় দেবগণ। পাশ থেকে হেসে বললেন, “পুরুষ যত বেশি দোষী, তত বেশি স্ত্রীর পায়ে হাত দেয়!” মুহূর্তের মধ্যে গোটা স্টুডিও হেসে কুটোপাটি!তবে এই প্রথম নয়। গত করবা চৌথ তিথিতে, ইনস্টাগ্রামে স্ত্রীর জন্য বিশেষ বার্তা লিখেছিলেন রবি। বলেছিলেন,“প্রীতি হল আমার পরিবারে শক্তির স্তম্ভ। ও না থাকলে আজ এই রবি কিষণন হত না।”
অন্যদিকে, রবি কিষণ-এর আরও এক কিসসা অবাক হয়েছিল আপামর ছবিপ্রেমী দর্শক। 'গ্যাংস অফ ওয়াসেপুর' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার সুযোগ এসেছিল রবি কিষেণের কাছে। কিন্তু শেষমুহূর্তে তাঁকে বাদ দিয়ে দেন অনুরাগ কাশ্যপ! কেন? জবাব জানিয়েছেন খোদ রবি-ই। অভিনেতা-সাংসদের কথায়, "সেই সময় আমার দুধ দিয়ে স্নান করার অভ্যেস ছিল। অনুরাগকে সেটা বলেছিলাম। আর এই ছবির বাজেট নিয়ে এমনিতেই চাপে ছিলেন অনুরাগ। আমার খরচ শুনে বাদ দিয়ে দিলেন আমাকে ছবি থেকেই।" এছাড়াও তাঁর স্বভাব নিয়ে নানা গুজবও সেই সময়ে চালু ছিল বাজারে, যা হয়ত কানে গিয়েছিল পরিচালকের। ফলে ত্বরান্বিত হয়েছিল সেই সিদ্ধান্ত।
 
  
এটাই প্রথম নয়, এর আগেও নিজের ব্যতিক্রমী অভ্যাস নিয়ে কথা বলেছেন রবি কিষণ। একবার এক সাক্ষাৎকারে অকপট স্বীকারোক্তি দেন, “হ্যাঁ, আমি দুধে স্নান করতাম এবং গোলাপের পাপড়ির বিছানায় ঘুমাতাম! আমি নিজেকে বড় তারকা ভাবতাম, তাই এসব গুরুত্বপূর্ণ মনে হতো। লোকে আমাকে আল পাচিনো আর রবার্ট ডি নিরোর সিনেমা দেখিয়ে বলত, তাঁরা কেমন জীবনযাপন করত। আমাকেও ‘দ্য গডফাদার’ ৫০০ বার দেখানো হয়েছিল! কিন্তু আমি তো একেবারে দেশি পারফর্মার। তাই এসবই করতাম, কারণ আমি চাইতাম মানুষ এগুলো নিয়ে কথা বলুক।”
যদিও ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ মিস করার পরেও, পরে অনুরাগ কাশ্যপের সঙ্গে ‘মুক্কাবাজ’-এ কাজ করেন রবি কিষণ। তবে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলে যায়, যখন রবি, এখন যিনি একজন সাংসদ, মাদকবিরোধী অবস্থান নেন। এক সাক্ষাৎকারে কাশ্যপ ঠাট্টার সুরে বলেন, “রবি কিষণ আমার ছবি ‘মুক্কাবাজ’-এ অভিনয় করেছিল। প্রতিদিন সকালে ‘জয় শিব শম্ভু, জয় বাম ভোল’ বলত। দীর্ঘদিন ধরে ও গাঁজা সেবন করত—এটা সবাই জানে। এখন হয়তো মন্ত্রী হওয়ার পর সব ছেড়ে দিয়েছে।”
রবি কিষণ-এর অতীত, তাঁর বিলাসবহুল জীবনযাত্রা, আর অনুরাগ কাশ্যপের সঙ্গে সম্পর্কের ওঠানামা—সব মিলিয়ে এই বিস্ফোরক স্বীকারোক্তি বলিউডে নতুন করে আলোচনার ঝড় তুলেছে!
