সংবাদসংস্থা, মুম্বই: বলিউডে অফস্ক্রিন এভারগ্রিন জুটি অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও অভিনেত্রী রত্না পাঠক শাহ।
অভিনয় দক্ষতা তো বটেই, সেই সঙ্গে নিজেদের অসামান্য সম্পর্কের কারণেও বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তাঁরা। এই জুটির ভালবাসার গল্প হার মানাবে বলিউডের প্রেমের ছবিকেও।
তাঁদের সম্পর্কের পথটা একেবারেই সহজ ছিল না। কারণ, বাধা হয়ে দাঁড়ায় ভিন্ন ধর্ম এবং অভিনেতার পূর্বের বিবাহবিচ্ছেদ। এমন ছেলেকে কিছুতেই মেয়ের জন্য সঠিক বলে হয়নি রত্নার বাবার। তবে অভিনেত্রীও জেদ ধরেছিলেন, প্রেম যখন করেছেন বিয়েও করবেন তিনি। সেই জন্য পরিবারের বিরুদ্ধে যেতেও রাজি ছিলেন রত্না।

একসঙ্গে কেটে গিয়েছে কয়েক দশক। অবশেষে নিজেদের বৈবাহিক সম্পর্ক নিয়ে মন খুলে কথা বললেন রত্না। ১৯৭৫ সালে সত্যদেব দুবের নাটকের রিহার্সালে প্রথম আলাপ নাসিরুদ্দিনের সঙ্গে। সেই আলাপই ধীরে ধীরে প্রেমের আকার নেয়। তবে যাত্রাটা মোটেই সহজ ছিল না। কারণ সেই সময়ে বিবাহিত ছিলেন অভিনেতা। তখনও স্ত্রী পারভিন মুরাদের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি। আর কন্যা হিবার দায়িত্বও ছিল তাঁর উপর। তবে স্ত্রী-কন্যা থাকা সত্ত্বেও প্রেমিকের প্রথম বিয়ে নিয়ে পরোয়া করেননি রত্না।
সমস্ত বাধা পেরিয়ে, পরিবারের বিরুদ্ধে গিয়ে নাসিরুদ্দিনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। বর্তমান প্রজন্মের কাছে তাঁরা "আইডিয়াল কাপল" বলেই মনে করেন তিনি।