কমিকস থেকে বড়পর্দায় আসছে রাপ্পা রায়। সুযোগ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট এই জনপ্রিয় বাংলা কমিকসের চরিত্রটিকে বড়পর্দায় আনছেন পরিচালক ধীমান বর্মণ। ছবির নাম ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’। বাংলায় এই প্রথম বাংলা কমিকসের কোনও নায়ককে নিয়ে পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরি হচ্ছে। ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’-এ মুখ্যভূমিকায় রয়েছেন অর্পণ ঘোষাল এবং দেবাশিস রায়। এ ছবি মুক্তি পাচ্ছে আগামী ৫ ডিসেম্বর।
এবার মুক্তি পেল ছবির দ্বিতীয় গান ‘আমি চলে যাব’। সমিধ মুখার্জির সুরে গানটি গেয়েছেন সঞ্চিতা ভৌমিক। গীতিকার ঋতম সেন। রাপ্পার মা নেই। কঠিন অসুখে ভুগে মারা যান তিনি। হাসপাতালে মায়ের শেষ মুহূর্তের সঙ্গী ছিল রাপ্পা এবং তাঁর বাবা। অসুস্থ মানুষটিও বুঝেছিলেন, তাঁর মৃত্যু আলতো পায়ে দাঁড়িয়ে দরজায় কড়া নাড়ছে। এরকম আবহেই শোনা যাবে এই গান। চোখের সামনে মা মারা যাচ্ছে এমন পরিস্থিতিতে তাঁর সন্তানের অন্তর কতটা ছিন্নভিন্ন হয়ে যেতে পারে কষ্টে সেই কথা-সুর একটু একটু করে ফুটে উঠেছে গানের প্রতিটি ভাগে। ছেলেকে আর এ জীবনে দেখতে পাবে না বুঝে সেই অসহায়ত্ব মা-কে কীভাবে গ্রাস করে, তাও স্পষ্ট হয়ে ফুটে উঠেছে এই গানের কলি-তে।
সম্প্রতি, মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলারও। হাসি-মজা-অ্যাকশনে ঠাসা ‘রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম’-এর ট্রেলারই স্পষ্ট করে দিয়েছে, দর্শককে সামনে অপেক্ষা করছে এক জমজমাট গল্প। গ্যাংস্টার, প্রভাবশালী দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী ও রাজনীতিক, এক ঝলমলে অভিনেত্রী...সব কিছুর মাঝখানে রয়েছে নামভূমিকায় রাপ্পা, এক কার্টুনিস্ট যাঁর নেশা অপরাধের রহস্য ভেদ করা। অভিজ্ঞ অভিনেতা ও নতুন মুখদের সমন্বয়ে তৈরি এই ছবি যে সব বয়সের দর্শকের জন্য এক মজার ও টানটান বিনোদনের প্যাকেজ হতে চলেছে, ট্রেলার তারই ইঙ্গিত দিচ্ছে।
ট্রেলারে দেখা যাচ্ছে, অর্পণ ঘোষাল অভিনীত রাপ্পা রায় একজন তরুণ, প্রতিভাবান চিত্রকর ও সংবাদপত্রের কর্মী। উচ্চাকাঙ্ক্ষী এই যুবক শুধুমাত্র আঁকায় সীমাবদ্ধ নয়, তার ঝোঁক অনুসন্ধানী সাংবাদিকতার দিকেও। কোনও অপরাধের সূত্র হাতে এলে থেমে থাকার পাত্র নয় রাপ্পা। জীবনের ঝুঁকি নিয়েই সেই ঘটনার গভীরে ঢুকে পড়েন তিনি।
রাপ্পার ব্যক্তিগত জীবনেও রয়েছে এক আকর্ষণীয় মোড়া। ট্রেলারে স্পষ্ট ইঙ্গিত, জনপ্রিয় অভিনেত্রী ডলফিন গাঙ্গুলির (অলিভিয়া সরকার) সঙ্গে তাঁর একটি রোমান্টিক সম্পর্ক গড়ে উঠেছে। ছবিতে হাসির উপাদান থাকলেও, তা মূলত গম্ভীর অ্যাকশন ও থ্রিলের মাঝে খানিক স্বস্তির মুহূর্ত এনে দেয়। গল্পের কেন্দ্রে রয়েছে একটি ভয়ঙ্কর অপরাধচক্র-ফুলস্টপ ডট কম, যারা মানুষ খুন করে এবং তাদের টাকা লুট করে। এই অন্ধকার জগৎ ও তার কারবার ঘিরেই ঘনীভূত হচ্ছে রাপ্পার লড়াই। রজতাভ দত্ত অভিনীত এক প্রভাবশালী মব বস রাপ্পাকে নিজের অস্তিত্বের জন্য হুমকি মনে করে, আর তাই বড় কিছু ফাঁস হওয়ার আগেই তাকে সরিয়ে দিতে চায়। পাশাপাশি, সুজন নীল মুখোপাধ্যায় অভিনয় করেছেন এক দুর্নীতিগ্রস্ত রাজনীতিকের ভূমিকায়, যার অপরাধজগতের সঙ্গে সরাসরি যোগ রয়েছে।
শত্রু শুধুমাত্র আন্ডারওয়ার্ল্ড বা রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়। রাপ্পার নিজের অফিসেও সমস্যা কম নয়। তাঁর বসের চরিত্রে থাকা চন্দ্রেয়ী ঘোষ বারবার তাঁকে সাবধান করেন, অস্বস্তিকর সত্য খুঁড়ে বার করা ভালো রাস্তা নয়। তবুও প্রশ্ন থেকেই যায়, সত্যের সন্ধান কি থামাতে পারবেন তাঁরা?
সব মিলিয়ে, ‘রাপ্পা রায় অ্যান্ড ফুলস্টপ ডট কম’ প্রতিশ্রুতি দিচ্ছে কমিকের হালকা মেজাজ, অ্যাকশনের উত্তেজনা আর অনুসন্ধানে ভরা এক টানটান গল্প যেখানে একটি কার্টুনিস্ট কলম ছেড়ে নামছে অপরাধের বিরুদ্ধে যুদ্ধে।
