রণবীর সিং মানেই ঝড়ের মতো এনার্জি, চেহারায় আগুন আর চোখের তারায় যেন ঝলকে ওঠে বিদ্যুৎ! এবার যেন সেই এনার্জির আগুন আরও উসকে দিলেন তিনি। সদ্য প্রকাশ্যে এসেছে রণবীরের নতুন লুক। এক রহস্যময় এজেন্ট অবতারে! মাথা থেকে পা পর্যন্ত কমব্যাট গিয়ারে সজ্জিত রণবীর, চোখে দৃঢ়তা, মুখ ফুটে বেরোচ্ছে একাগ্রতা -যেন এক মিশনে নামা যোদ্ধা, যে জানে, এবার পিছনে ফেরা নেই।
এটাই সম্ভবত তাঁর আগামী প্রজেক্টের প্রথম ঝলক, আর তা নিয়েই নেটিজেনদের মধ্যে দারুণ কৌতূহল। পোস্টার মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। এজেন্ট রণবীরের এই ছবি রহস্য নিয়ে চলছে জোর জল্পনা।
অন্যদিকে, ‘এজেন্ট মির্চি’ হয়ে ধোঁয়া তুললেন শ্রীলিলা! এই গোপন প্রজেক্টে রণবীরের পাশাপাশি দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী শ্রীলিলাকেও। তাঁর চরিত্রের নাম, এজেন্ট মির্চি! লাল সানগ্লাস, কালো টপ, ভারী কলারওয়ালা জ্যাকেটে পুরো আগুনে অবতার। পোস্টারে লেখা, “রেডি, স্টেডি, ফায়ার… এবার আগুন লাগল বলে!”

রণবীর-শ্রীলিলার পাশাপাশি প্রফেসর হোয়াইট নয়েজ হিসেবে হাজির ববি দেওল-ও। এককথায়, এই রহস্যকে আরও বাড়িয়ে তুলেছেন ববি দেওল। তাঁর চরিত্রের নাম প্রফেসর হোয়াইট নয়েজ—একজন ভয়ঙ্কর কিন্তু আকর্ষণীয় ভিলেন। তিনিই কি এই ছবির গেমচেঞ্জার? অবশ্য, সেটা এখনই স্পষ্ট নয়।ববি তাঁর পোস্টারের সঙ্গে লিখেছেন, “পপকর্ন নিয়ে এস… শো শুরু হল বলে! আগামী ১৯ অক্টবরেই আগুন লাগবে”। মানে স্পষ্ট, এই প্রজেক্টে কিছু একটা বিস্ফোরণ ঘটতে চলেছে।
বলাই বাহুল্য, এই প্রজেক্টেই প্রথমবার একসঙ্গে দেখা যাবে রণবীর সিং, ববি দেওল ও শ্রীলিলাকে। তিনজনকেই সম্প্রতি দেখা গেছে মেহবুব স্টুডিওতে, যা জল্পনা আরও বাড়িয়েছে।তবে ছবির নাম, পরিচালক, কিংবা প্রযোজনা সংস্থা—সবই এখনো গোপন রাখা হয়েছে। বলিউডের গোপন কোণে চলছে তীব্র অনুমান, এটি কি যশ রাজের কোনও স্পাই ইউনিভার্সের অংশ, না কি কোনও নতুন অ্যাকশন-কমেডি ধামাকা?

অন্যদিকে রণবীর সিং ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’-এর মুক্তির জন্য। তার পরই শুরু করবেন ‘ডন ৩’-এর কাজ। ববি দেওলকে সম্প্রতি দেখা গেছে আরিয়ান খানের প্রযোজনায় তৈরি ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ। তবে নতুন প্রজেক্টের ঘোষণা এখনও আসেনি।
ফলত, এই তিন তারকার একত্রে উপস্থিতি এখন বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়। অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন-এই পোস্টারগুলো কি কোনও বড় ছবি ইউনিভার্সের ইঙ্গিত, না কি আসছে বলিউডের সবচেয়ে আগুনে স্পাই থ্রিলার?
