সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


কবে 'শক্তিমান' আনছেন রণবীর?


কয়েক মাস ধরে জল্পনা চলছে যে বলি অভিনেতা রণবীর সিং একটি নতুন 'শক্তিমান'-এর গল্পের প্রযোজনা করতে চলেছেন এবং মূল নির্মাতা মুকেশ খান্নার সঙ্গে সহযোগিতা করতে চলেছেন। তবে সম্প্রতি তাঁর টিম এই জাতীয় সমস্ত দাবি বাতিল করে দিয়েছেন। এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে, এই মুহূর্তে আদিত্য ধরের 'ধুরন্ধর'-এ কাজ করছেন রণবীর। এরপর শুরু করবেন 'ডন ৩'-এর কাজ। এর মাঝে 'শক্তিমান' নিয়ে কোনও পরিকল্পনা নেই।


ছেলে-মেয়ের কাছে অপমানিত করণ?

 

করণ জোহরের জন্মদিনে শুভেচ্ছাবার্তা তাঁকে ভরিয়েছিলেন তারকারা। এদিকে, ছেলে। যশ ও মেয়ে রুহির থেকে এই বিশেষ দিনে অপমানিত হলেন তিনি? আসলে দুই ছেলে-মেয়েকে নিয়ে খুনসুটিতে মেতেছিলেন করণ। সেখানেই দুই খুদে বাবাকে নিজস্বী তুলতে এবং 'পাউট' করতে বারণ করেন। আর তা মজার ছলে ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে ভাগ করেন করণ জোহর।

 

আদিত্যর প্লেব্যাক 


অভিনয়ে দর্শকের মন জয় করার পর আদিত্য রায় কাপুর এবার গায়ক হিসেবে ধরা দিতে চলেছেন। 'মেট্রো ইন দিনো' ছবির জন্য তিনি প্লেব্যাক করেছেন। ফলে তিনি অভিনয়ের পর যে এবার তাঁর গানের জাদু দিয়ে দর্শকদের মন জয় করতে প্রস্তুত সেটা বলাই যায়। সম্প্রতি 'মেট্রো ইন দিনো' ছবিটির গান 'জামানা লাগে'-এর লঞ্চে এসে এই ছবির মিউজিক কম্পোজার প্রীতম জানিয়েছেন যে আদিত্য এই ছবির জন্য গান গেয়েছেন শুধু তাই নয়, তিনি রীতিমত এদিন অভিনেতার প্রশংসা করেন তাঁর গানের জন্য।