সংবাদসংস্থা মুম্বই: সময় রায়নার কমেডি শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বাবা-মায়েদের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্যে তোলপাড় হয়েছিল সমাজমাধ্যম থেকে রাজনৈতিক মহল। এরপরেই রণবীর ও সময়-সহ এই শো-এর অন্যান্য বিচারকদের নামে পুলিশি অভিযোগ অভিযোগ দায়ের করা হয়। শো-এর বিরুদ্ধে পরপর মামলা দায়ের করা হয়েছে। নালিশ দায়ের করা হয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশনেও। দেশের শীর্ষ আদালত তাঁকে গ্রেপ্তার হওয়া থেকে বাঁচালেও, তাঁর করা মন্তব্যকে 'নোংরা মস্তিষ্কের প্রতিফলন' হিসাবে দাগিয়ে দিয়েছে।

 

 

ইন্ডিয়া'জ গট ল্যাটেন্টে করা বিতর্কিত মন্তব্যের জের এখনও পিছু ছাড়ছে না রণবীর এলাহাবাদিয়াকে। এখন জানা যাচ্ছে যে, মহারাষ্ট্র সাইবার সেল ইউটিউবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সাইবার সেল সময় রায়না, আশিস চঞ্চলানি, রণবীর আল্লাহবাদিয়া এবং অপূর্ব মুখিজাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন জারি করেছিল।

 

 

সময় এবং আশিস তদন্তের সময় উপস্থিত হলেও রণবীর এবং অপূর্ব কোনও প্রতিক্রিয়া জানাননি। সুতরাং, মহারাষ্ট্র সাইবার সেল এখন তাদের বিরুদ্ধে ‘অসহযোগিতার অভিযোগ’ এনেছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে বলে খবর।

 


সম্প্রতি, পডকাস্ট শো-তে ফিরে এসে রণবীর সবাইকে আর একটি সুযোগ দিতে অনুরোধ করেছেন। শুরু করেছেন পডকাস্টের দুনিয়ায় এক নতুন যাত্রা। তবে এর মাঝে ফের বিপাকে জড়ালেন তিনি।