নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার পরিচিত মুখ রণজয় বিষ্ণু। এই মুহূর্তে দর্শক তাঁকে দেখছেন জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকে। বড়পর্দায়ও কাজ করেছেন রণজয়। প্রতিটি চরিত্রে দর্শকের মন জয় করেছেন অভিনেতা। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচক মহলেও।
'কোন গোপনে মন ভেসেছে'তে 'অনিকেত'-এর চরিত্রে নজর কেড়েছেন রণজয়। গল্পের নায়ককে গড়ে তুলেছেন অনুরাগীদের স্বপ্নের রাজকুমার। কিন্তু হঠাৎই ভোলবদল তাঁর! কাঁধ পর্যন্ত চুল, চোখেমুখে একরাশ রহস্য। গারদের মধ্যে দিয়ে তাকিয়ে রয়েছে ভয়ঙ্কর দৃষ্টিতে। চোখ দুটোয় যেন লুকিয়ে অজানা রহস্য।
 
 ঠিক এরকমই একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করেছেন রণজয়। সঙ্গে লিখেছেন, "তাঁকে খোঁচালেই বিপদ। সে আসছে।" কিন্তু কে আসছে? এই বিষয়ে মুখ খুলতে নারাজ অভিনেতা। তবে সূত্রের খবর, ভরপুর অ্যাকশন-থ্রিলারে মোড়া একটি বাংলা ছবিতে কাজ করতে চলেছেন তিনি। 
এই ছবিতে তিনিই নায়ক, আবার তিনিই খলনায়ক। নতুন পরিচালকের হাত ধরে তৈরি হতে চলেছে রণজয়ের এই চরিত্রটি। মে মাসের গোড়াতেই শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে। রণজয়ের চরিত্রের এই ঝলক সামনে আসতেই নেটিজেনরা দক্ষিণী হিরোদের লুকের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন অভিনেতার।
