সংবাদ সংস্থা, মুম্বই: এক সময় তাঁদের মধ্যে ছিল প্রেমের সম্পর্ক। বিচ্ছেদের পর কিছু সময়ের জন্য বিক্ততা, তারপর ফের বন্ধুত্ব। পরবর্তীতে দু'জনেই অন্য সঙ্গীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। অফস্ক্রিনের মতো অনস্ক্রিনেও হিট জুটি রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। রণবীরের জীবনে আগেই এসেছে সন্তানসুখ। রবিবার মা হয়েছেন দীপিকা। আর জন্মের পরই দীপিকার মেয়ের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর প্রাক্তনের। কিন্তু কীভাবে? 

 রবিবার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের সংসারে এসেছে নতুন সদস্য। 'ঘরে এসেছেন লক্ষ্মী', শুভেচ্ছা বার্তায় ভরিয়েছে বলিপাড়া। এরই মধ্যেই রণবীর কপূরের একটি মন্তব্য নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দীপবীরের সন্তানের থেকে একটি প্রত্যাশার কথা শোনা যায় ‘ব্রহ্মাস্ত্র’-এর নায়কের মুখে।  
গতকাল ৮ অক্টোবর দীপিকা-রণবীর সিংয়ের সন্তানের জন্ম হয়েছে। এই ৮ নম্বর রণবীর কাপুরের খুবই প্রিয়। অভিনেতা এই নম্বরটিকে খুবই শুভ বলে মনে করেন।  একাধিকবার এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন। আর জন্মের তারিখের সূত্র ধরেই দীপিকার সন্তানের সঙ্গে রণবীর কাপুরের নাম জড়িয়েছে। 

অন্যদিকে, ‘কফি উইথ করণ'-এ দীপবীরের সন্তানকে নিয়ে রণবীর কাপুরের একটি মন্তব্য ভাইরাল রয়েছে। ওই শোয়ের সিজন ৫-এর একটি পর্বে একসঙ্গে হাজির হয়েছিলেন বলিউডের দুই রণবীর। সেখানেই দীপিকা ও রণবীর কাপুরের প্রেমের প্রসঙ্গ তোলেন করণ জোহার। পরিচালক-প্রযোজকের প্রশ্নে রণবীর কাপুর স্পষ্ট জানান,  এই ঘটনা এখন অতীত। এক দশক হয়েছে গিয়েছে তাঁদের বিচ্ছেদের। তাই বর্তমানে তাঁর সঙ্গে দীপিকা ও রণবীরের সিংয়ের সম্পর্কে কোনও প্রভাব পড়বে না।

একইসঙ্গে বলিউডের 'পাওয়ার কাপল'-এর সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে রণবীর কাপুর জানিয়েছিলেন, তিনি  দু'জনের ভালোবাসায় মুগ্ধ। দীপিকা ও রণবীর সিং যেন একাধিক সন্তানের সুখ পান, সেই কামনাও করেন তিনি। সঙ্গে দীপবীরের সন্তানের থেকে কী প্রত্যাশা করেন তাও বলেন ঋষি কাপুরের পুত্র। অভিনেতার কথায়, "ওদের সন্তানের আমার অভিনয় ভালো লাগবে। আমি তাদের সবচেয়ে পছন্দের অভিনেতা হতে চাই।"

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সন্তান হওয়ার সুখবর দিয়েছিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। সেই সময়ই তারকা দম্পতি জানিয়েছিলেন, সেপ্টেম্বরে ভূমিষ্ঠ হবে তাঁদের প্রথম সন্তান। প্রথমে শোনা গিয়েছিল, ২৮ সেপ্টেম্বর দীপবীরের সন্তানের জন্ম হবে। কিন্তু শনিবার বিকেলে আচমকাই দীপিকাকে নিয়ে হাসপাতালে যান রণবীর সিং। এরপর গণেশ চতুর্থীর পরের দিন দক্ষিণ মুম্বইয়ের হাসপাতালে সন্তানের জন্ম দেন তারকা দম্পতি।