সংবাদ সংস্থা মুম্বই: ১৭ মে ভারতে মুক্তি পেয়েছে টম ক্রুজের-এর ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’। ঠাসবুনোট গল্পের পাশাপাশি টমের চোখ ধাঁধানো অ্যাকশন আর দুর্ধর্ষ স্টান্ট দেখে মুগ্ধ ভক্তরা। এই ছবি দেখে মুগ্ধই শুধু নয়, রীতিমতো চিন্তার খোরাক পেয়েছেন পরিচালক রাম গোপাল ভার্মা। আর সেখান থেকেই উঠে এসেছে বলিউড বনাম হলিউড তুলনার বিস্ফোরক এক বিবৃতি!

 

 এক্স-এ ( সাবেক টুইটার) মুখ খুললেন রামু। একেবারে ঠাস করে বলে দিলেন—বলিউডের পরিচালকরা তাঁদের দর্শককে ‘বোকা’ ধরে নেন, আর হলিউড ‘বুদ্ধিমান’ মনে করেই বানায় ছবি! আরও চাঁচাছোলা ভাষায় লিখেছেন রাম গোপাল—“ওরা ভাবে দর্শক ইন্টেলিজেন্ট। সেই বুদ্ধির সীমানা আরও ঠেলে নিয়ে যায় সিনেমা বানিয়ে। যেমন—#MissionImpossibleTheFinalReckoning।
আর আমরা ভাবি দর্শক বোকা, হাঁদা। ওদের বোকামির গভীরতাও বাড়িয়ে দিতে চাই—যাতে সবথেকে বোকা দর্শকটাকেও খুশি করা যায়। সেই জন্যই তো বানাই __ টাইপের সিনেমা।”

 

 

?ref_src=twsrc%5Etfw">May 18, 2025

রাম গোপাল বর্মা যদিও কোনও ছবির নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনরা বসে থাকার পাত্র নন। সেই পোস্টে শুরু হয়ে যায় হাস্যকর রিপ্লাই বন্যা। রামুর উদ্দেশ্যে কেউ লিখেছেন, “ভাই, নিজের ফিল্মোগ্রাফি আগে একবার দ্যাখো!” কেউ আবার রীতিমতো ঠাট্টা করে নাম সাজেস্ট করেছেন—‘আগ’, ‘সরকার ৩’-এর মতো রামু-রই কিছু বিতর্কিত ছবির নাম! তবে ট্রোলিংয়ের মাঝেও অনেকে সহমত পোষণ করেছেন পরিচালকের কথায়। একজন লিখেছেন, “আমাদের সিনেমা তৈরি হয় নায়কের স্টারডমকে ঘিরে, কিন্তু হলিউড আমাদের কল্পনার বাইরের জিনিস তুলে আনে।” অন্য এক জন লিখেছেন, “পারফেক্টলি পুট!”

 


হলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি মিশন: ইম্পসিবল-এর এই অষ্টম ছবিটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাকোয়ারি। টম ক্রুজ ছাড়াও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, সাইমন পেগ প্রমুখ। গত ১৪ মে ২০২৫-এ কান চলচ্চিত্র উৎসবে প্রথম দেখানো হয় এ ছবি। সেখানে পাঁচ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়ে আবেগে কেঁদে ফেলেন খোদ টম ক্রুজ। ভারতের মুক্তির পর দর্শকদের প্রশংসায় ভাসছে ছবিটি। আমেরিকায় ছবিটি মুক্তি পাবে ২৩ মে।

 


চলতি বছরের জানুয়ারিতেই নিজের নতুন ছবি সিন্ডিকেট-এর ঘোষণা করেছিলেন পরিচালক। তাঁর মতে, “গত কয়েক বছরের সিনেমার পাপ ধুয়ে ফেলব এই সিনেমা দিয়ে।” সিন্ডিকেট হবে এমন এক ভয়ঙ্কর ক্রাইম অর্গানাইজেশন-এর উত্থান কাহিনি, যারা ভারতের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দেবে। রামু জানিয়েছেন, এ ছবি ভৌতিক নয়, বরং বাস্তব আর মানবজাতির অন্ধকার দিক তুলে ধরা ভয়ঙ্কর এক থ্রিলার। এ ছবি কবে আসছে, কে অভিনয় করছেন, তা নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি পরিচালক।