নিজস্ব সংবাদদাতা: 'আমার বস' ছবির মাধ্যমে ২২ বছর পর লাইট-ক্যামেরা-অ্যাকশনের ছন্দে ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার। এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি।এই অভিনয় জগৎ নাকি তাঁকে আর টানে না, নিজেই জানালেন সে কথা। 

 


তাঁর কথায়, "একসময় বহু ছবিতে অভিনয় করেছি তবে সেইসব ছবি যে আমার জন্য হিট হয়েছে তা আমি মানতে পারি না। কোনওদিন অভিনয় শিখিনি, শেখার প্রয়োজন বোধও করিনি। কারণ বাস্তবেও আমরা প্রত্যেক মুহূর্তে অভিনয় করে চলেছি। তবে এই ছবির গল্প শুনেই আমি ভেবেছিলাম এই ছবিতে আমার কাজ করা উচিত। মা-বাবারা আজ বড্ড একা, যদিও আমার মেয়ে আমাকে নিয়ে থাকতেই ভালবাসে। তবুও বেশিরভাগ মা-বাবাদের সঙ্গেই সন্তানদের দূরত্ব তৈরি হয়, তাই এই সময়ে এই ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"


তিনি আরও বলেন, "কিছুদিন আগেই আমার ভাই শিবুকে হারিয়েছি, তারপরেই শিবপ্রসাদ অর্থাৎ শিবুর সঙ্গে আলাপ। ও আমার সেই ভাইয়ের কথা বারবার মনে করিয়ে দেয়। ওকে বলেছিলাম ও যদি আমার একটা দাবি মানে তবেই আমি কাজ করব। যতবার আমি কলকাতায় আসব মুম্বই থেকে ততবার ওকে আমায় নিয়ে আসতে হবে।"

 

সেই কারণে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের আগের দিন মুম্বই পৌঁছে গিয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অনুষ্ঠানেও হাত ধরে নিয়ে এলেন রাখি গুলজারকে। অভিনেত্রীর কথায়, "আর এই জগৎ আমাকে টানে না। নিজের ফার্ম হাউজ আছে সেখানে পশু,পাখি,গাছপালার সঙ্গ আমার ভাল লাগে। আমার মধ্যে এখনও প্রাণ আছে, এই ভাবেই সময়টা কাটিয়ে দিতে চাই। আমি বিনা পারিশ্রমিকেও একাধিক ছবিতে কাজ করেছি, যাতে সেই ইন্ডাস্ট্রির ভাল হয়। প্রত্যেকের সঙ্গে আমার ভাল সম্পর্ক, আজও আমার কোনও শত্রু নেই। এই কলকাতার হোটেল, রাস্তাঘাট সব আমার চেনা। আবার কবে আসতে পারব জানিনা।"

 

এই কথা শোনা মাত্রই শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলে ওঠেন, "একদম এই কথা বলবেনা। আরও অনেক কাজ করতে হবে।" তাঁকে থামিয়ে রাখি গুলজার বলেন, "আর না, এবার যাওয়ার সময় তো হয়ে এল।"