টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


গুরুতর অসুস্থ রাকেশ রোশন!


সম্প্রতি বলিউড পরিচালক ও প্রযোজক রাকেশ রোশনের গলায় একটি অ্যাঞ্জিওপ্লাস্টি সার্জারি হয়েছে। তবে চিন্তার কিছু নেই—তিনি এখন সম্পূর্ণ স্থিতিশীল এবং সুস্থতার পথে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর কন্যা সুনয়না রোশন। জানা যাচ্ছে, গলায় ব্লকেজ ধরা পড়ার পর চিকিৎসকের পরামর্শে অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়। সার্জারিটি সফল হয়েছে এবং বর্তমানে রাকেশ রোশন পর্যবেক্ষণে রয়েছেন। মেয়ে সুনয়না রোশন এক সাক্ষাৎকারে বলেন, “বাবা একেবারে ভাল আছেন, কিছু চিন্তার কারণ নেই। চিকিৎসকরা জানিয়েছেন বাবা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।” রাকেশ রোশনের বয়স ৭৫, এবং তিনি দীর্ঘদিন ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে যুক্ত। তাঁর পরিচালিত ‘কৃষ’ সিরিজ-সহ একাধিক হিট ছবির জন্য তিনি খ্যাতি অর্জন করেছেন। এর আগে ২০১৮ সালে তাঁর ক্যানসার ধরা পড়েছিল এবং সেই সময়ও সফলভাবে চিকিৎসা হয়ে, সুস্থ হয়ে ওঠেন তিনি। রোশনের স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ থাকলেও সুনয়নার বক্তব্যে স্পষ্ট—চিকিৎসা সফল, আর তিনি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।


জুটিতে মৌনী-পুলকিত


আবার ছোটপর্দার আইকনিক চরিত্র 'তুলসী' হয়ে ফিরছেন স্মৃতি ইরানি। আর তার সঙ্গেই ফিরছে ভারতীয় টেলিভিশনের ইতিহাস গড়া ধারাবাহিক ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, নতুন অধ্যায়ে— অর্থাৎ সিজন ২!‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২’-এর সম্প্রচার শুরু হবে ষ্টার প্লাস চ্যানেলে আগামী ২৯ জুলাই, প্রতিদিন রাত ১০:৩০ টা। এছাড়া অনলাইনেও এবার দেখতে পাবেন দর্শক তুলসী ও তাঁর পরিবারকে। জিও সিনেমা এবং ডিজনি+ হটস্টার-এও দেখা যাবে এই ধারাবাহিক যে কোনও সময়ে।২৫ বছর আগে যে ধারাবাহিক টিভির ভাষা বদলে দিয়েছিল, সেটাই আবার ফিরছে এক নতুন মোড়ে। ধারাবাহিক শুরু হওয়ার আগেই এল বড় খবর। এই মেগা নাকি মাত্র ১৫-২০টি পর্বে সম্প্রচারিত হবে। প্রথমে নাকি ১৫০ পর্বের পরিকল্পনা করেছিলেন একতা কাপুর। তবে এবার জানা যাচ্ছে এমনটাই। ২০০৮ সালে এই ধারাবাহিক শেষ হওয়ার পর দর্শকের প্রত্যাশা রাখতে নাকি এমনটাই পরিকল্পনা করা হয়েছে। এই ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন মৌনী রায় ও পুলকিত সম্রাট। তাঁরা দু'জনেই এখন বলিউডে নিজেদের জায়গা পাকা করেছেন। তবে খবর, মৌনী ও পুলকিতকে দর্শক আবারও এই ধারাবাহিকের দ্বিতীয় সিজনে নতুনভাবে দেখতে চলেছেন।

 

আরও পড়ুন: ‘হার্ট অ্যাটাক নয়!’ তবে কীসের জন্য হাসপাতালে ছুটতে হয়েছিল ‘পঞ্চায়েত’ খ্যাত অভিনেতা আসিফ খান-কে?


প্রথম দিনে 'সাইয়ারা'র আয়


'সাইয়ারা' মুক্তির আগেই ১২.৫ কোটির ব্যবসা, ভেঙে দিল দুই দশকের রেকর্ড! মোহিত সুরি পরিচালিত, যশরাজ ফিল্মস প্রযোজিত নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’ ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তারকা মুখ নেই, তবে প্রি-রিলিজে যা করল এই ছবি, তা বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিল—আনকোরা নতুন কোনও জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে! ছবির নতুন দুই অভিনেতা-অভিনেত্রী আহান পাণ্ডে ও অনীত পাড্ডা অভিনীত এই ছবির প্রি-বুকিং টিকিট থেকেই জমেছে ১২.৪৯ কোটি টাকা! ছবিতে আহান পান্ডের সঙ্গে রোমান্স করছেন অনিত পড্ডা। তাঁদের দু'জনের অনস্ক্রিন রসায়ন ভক্তদের মধ্যে রীতিমতো আলোড়ন তুলেছে। দর্শক তাঁদের জুটি পছন্দ করছেন। মুক্তির কিছুদিন আগেই ছবির সেন্সর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু সেন্সর বোর্ড ছবিটি থেকে একাধিক দৃশ্য বাদ দেওয়ার দাবি জানানো হয়। সেই মতো ছবির এডিট ভার্সান মুক্তি পেলেও সিনেপ্রেমীদের মধ্যে এই ছবি ঝড় তোলে। 'সাইয়ারা'র প্রথম দিনেই বক্স অফিসে আয় ২০ কোটি টাকা। যা ভবিষ্যতে রেকর্ড গড়বে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।