নিজস্ব সংবাদদাতা: দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেল স্টার জলসা ও জি বাংলায় আসছে একই গল্পকে ভিত্তি করে ধারাবাহিক। 'রাণী ভবানী'র গল্প বলতে আসছে জি বাংলা। একইভাবে, স্টার জলসায় আসছে 'রাজ রাজেশ্বরী রাণী ভবানী'।
অন্যদিকে, টলিপাড়ার কানাঘুষো সান বাংলা ও কালার্স বাংলায়ও আসছে একই গল্পের উপর তৈরি ধারাবাহিক। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা হয়নি। তবে স্টার জলসা ও জি বাংলার 'রাণী ভবানী' কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
সূত্রের খবর, স্টার জলসার এই নতুন মেগার প্রযোজনার দায়িত্বে রয়েছে 'বাংলা টকিজ'। ইতিমধ্যেই মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে অভিনেত্রী রাজনন্দিনী পালের কাছে। অভিনেত্রী নাকি মৌখিক কথাবার্তায় রাজি হয়েছেন। তবে এই মুহূর্তে রাজনন্দিনীর হাতে রয়েছে বেশকিছু ছবি ও সিরিজ, তাই খানিকটা ভাবনাচিন্তা করতে হচ্ছে।
যদি রাজনন্দিনীর শর্ত মেনে প্রযোজনা সংস্থা তাঁকে ছাড় দেয়, তবে 'রাণী ভবানী'র চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। সবকিছু ঠিকঠাক থাকলে এই ঐতিহাসিক চরিত্রের হাত ধরে ছোটপর্দায় অভিষেক হচ্ছে রাজনন্দিনীর। বড়পর্দা থেকে ওটিটি মাধ্যমে দর্শকের নজর কেড়েছেন তিনি। এবার কি পালা ছোটপর্দার টিআরপি ভারী করা?
