অপেক্ষার অবসান! বলিউডের অন্যতম প্রিয় তারকা দম্পতি রাজকুমার রাও এবং পত্রলেখা তাঁদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন। বাবা-মা হলেন তাঁরা। রাজকুমার-পত্রলেখার কোল আলো করে এল কন্যা সন্তান।
শনিবার সাতসকালে দম্পতি একসঙ্গে একটি হৃদয়গ্রাহী পোস্টে লিখেছেন, “ঈশ্বর আমাদের জীবনে এই চিরসুখের উপহার দিয়েছেন। আজ আমাদের চতুর্থ বিবাহবার্ষিকী এবং এই বিশেষ দিনে আমাদের জীবনে এসেছে আমাদের মেয়ে।”এরপরই তারকা থেকে আমজনতার, শুভেচ্ছাবার্তা বইতে শুরু করে।
চলতি বছরের শুরুতেই একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন অভিনেতা দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা। পোস্টে তাঁরা লিখেছিলেন, “বিশেষ কিছু হতে চলেছে. সেই বিশেষ সুখবরটি সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছি। শুধু একটু অপেক্ষা করুন আপনারা” ব্যস, মুহূর্তে ছড়িয়ে পড়ে গুজব—তাঁরা কি তবে প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন?
যদিও সেই জল্পনায় নিজেই জল ঢেলে দিয়েছিলেন খোদ রাজকুমার। সমাজমাধ্যমেই স্পষ্ট লিখে দিয়েছিলেন, “আমরা কিন্তু এখনই বাবা-মা হচ্ছি না।” অর্থাৎ, তখনই গুঞ্জন থামিয়ে দিয়েছিলেন 'মালিক'। এরপর জুলাই মাসে এসে, একেবারে আনুষ্ঠানিকভাবে রাজকুমার ও পত্রলেখা ঘোষনা করেন, তাঁদের পরিবারে আসছে নতুন অতিথি! সেই ঘোষণার পর থেকেই নেটিজেন ও অনুরাগীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। এবার নবজাতকের জন্মের খবর সামনে আসতেই শুভেচ্ছায় ভাসছেন তারকা দম্পতি।
প্রসঙ্গত, রাজকুমার রাও ও পত্রলেখার প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল ২০১০ সালে। রাজকুমার একাধিকবার একাধিক সাক্ষাৎকারে বলেছেন, প্রথমবার এক বিজ্ঞাপনে পত্রলেখাকে দেখেই পছন্দ হয়ে গিয়েছিল তাঁর। পরবর্তীতে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় ২০১৪ সালে। যখন দুজনে একসঙ্গে ‘সিটিলাইটস’ সিনেমায় অভিনয় করলেন। দীর্ঘ ১১ বছর প্রেমের পর ২০২১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিনেতা আবার বাঙালি স্ত্রীয়ের থেকে বাংলাভাষা বলাও শিখেছেন। সেই বন্ধুত্ব, প্রেম ও আস্থার দীর্ঘ সফরের পর এবার তাঁরা পা রাখছেন নতুন এক পর্বে—পিতৃত্ব ও মাতৃত্বের জগতে।
