সংবাদ সংস্থা মুম্বই: ‘বাহুবলী’ আর ‘আরআরআর’-এর পর এবার পরিচালক এস.এস. রাজামৌলি তৈরি হচ্ছেন তাঁর স্বপ্নের সবচেয়ে বড় প্রজেক্টের জন্য—‘মহাভারত’। যেদিন থেকে রাজামৌলি প্রকাশ্যে জানিয়েছিলেন যে  তিনি ‘মহাভারত’-কে বড়পর্দায় তুলে আনতে চান—সেই থেকেই উত্তেজনার পারদ ছুঁয়ে ফেলেছে আকাশ! বহুদিন ধরেই এই মহাকাব্য নিয়ে কাজ করার ইচ্ছেপ্রকাশ করে আসছেন তিনি, তবে এবার প্রথমবারের মতো এই প্রজেক্ট সম্পর্কে প্রকাশ্যে এল বড় আপডেট। নিশ্চিত হল, এই ছবিতে অভিনয় করবেন দক্ষিণী তারকা নানী।

 

সম্প্রতি, হায়দরাবাদে অনুষ্ঠিত ‘হিট: দ্য থার্ড কেস’ ছবির একটি প্রচারমূলক অনুষ্ঠানে রাজামৌলিকে মহাভারত নিয়ে সরাসরি প্রশ্ন করেন সঞ্চালক। পরিচালকের দিকে প্রশ্ন ছোড়া হয়, “আপনি কি সত্যিই কোনও অভিনেতা-অভিনেত্রীকে মহাভারত ছবির জন্য চূড়ান্ত করেছেন?” উত্তরে রাজামৌলি বলেন, “আমি এটুকুই বলতে পারি—নানী যে এই ছবির অংশ হচ্ছেন সেটা একেবারে নিশ্চিত।”

স্বভাবতই রাজামৌলির তরফে এ খবর শুনে দর্শক ও অনুরাগীদের মধ্যে জল্পনার পারদ চরমে উঠেছে।

 

উল্লেখ্য, রাজামৌলি বহু আগেই জানিয়েছিলেন, তিনি যখন বড়পর্দায় মহাভারত তৈরি করবেন, তখন সেটি হবে একেবারে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গিতে লেখা কাহিনি। রামচরণ ও জুনিয়র এনটিআরকে নিয়ে যখন তিনি ‘আরআরআর’ তৈরি করছিলেন, তখনই তিনি বলেছিলেন, “আমার মহাভারতের ছবির চরিত্রগুলো জনমানসে তথাকথিত প্রচলিত রূপে যেমন রয়েছে, সেইভাবে আমার ছবিতে হাজির হবে না। আমি এই কাহিনি বলব নিজের মতো করে। গল্প এক থাকলেও চরিত্রগুলোর মধ্যে নতুন মাত্রা আর সম্পর্ক তৈরি করব আমি।”

 

রাজামৌলি আরও জানান, মহাভারতের নানা সংস্করণ পড়তে পড়তেই তাঁর অন্তত এক বছর সময় লেগে যাবে। প্রাথমিকভাবে তাঁর পরিকল্পনা— মহাভারতকে ১০ পর্বের একটি ছবির সিরিজে রূপান্তরিত করা!

 

এর আগেও ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেছিলেন, “যাঁরা মনে করছেন এই ছবিতে রাম চরণ অথবা এনটিআর থাকবেন, তাঁদের বলি—আমি কারও কাস্টিং নিয়ে ভাবি না, যতক্ষণ না আমার নিজের গল্প লেখা শেষ হয়। কাস্টিং হবে গল্প, চিত্রনাট্য লেখার পর।”