রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামী। টেলিপাড়ার জনপ্রিয় দম্পতি। তবে অভিনয়ের পাশাপাশি নানা বিতর্কের কারণে থাকেন চর্চায়। এবারও অন্যথা হল না। আরও একবার শিরোনামে তাঁরা। কেন?
সম্প্রতি নতুন ব্যবসা শুরু করেছেন রাজা-মধুবনী। নানা ধরনের ব্যাগের পসার সাজিয়েছেন দু’জন মিলে। অনলাইনে সেগুলি বিক্রিও হচ্ছে রমরমিয়ে। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, কম দামের ব্যাগ কিনে সেটিকে চড়া দামে বিক্রি করছেন রাজা-মধুবনী। বেশ কয়েকদিন ধরেই তাঁদের ব্যবসা-সম্পর্কিত নানা পোস্টে ধেয়ে আসছে কটাক্ষ। নতুন করে আবার ট্রোলিংয়ের শিকার তাঁরা। তবে জবাব দিতে পিছপা হননি তারকা-দম্পতিও। ফেসবুকে একটি ভিডিওর মাধ্যমে উগ্রে দিয়েছেন যাবতীয় ক্ষোভ।
এক নেটিজেনের কটাক্ষের জবাবে রাজা বলেন, “অনেকে বলছেন দু’হাজার টাকার ব্যাগ দু’শো টাকায় পাব। তুমি যদি এই ব্যাগ আমায় দু’শো টাকায় এনে দাও বস, আমি প্রচুর লাভ করব। ৫০ পিস কিনে নেব। সত্যি বলছি, এত লাভ করব যে আমরা বড়লোক হয়ে যাব। তুমি যখন রিটেল থেকে এই ব্যাগ দু’শো টাকায় কিনেছ, তা হলে আমি রিটেলে কিনলে দেড়শো টাকায় পাব। আর দেড়শো টাকায় যখন আমি এই ব্যাগটা কিনব, তখন আমি নিশ্চয়ই এটা দু’হাজার টাকায় বিক্রি করব না। দু’শো টাকাই দাও। রাতারাতি বড়লোক হয়ে যাব।”
রাজা এবং মধুবনীর দাবি, তাঁরা যে ধরনের ব্যাগ বিক্রি করেন, তা বাজারচলতি সস্তা ব্যাগের থেকে অনেকটাই উন্নত মানের। তাই স্বাভাবিক ভাবে দামও বেশি। পাশাপাশি ট্রোলারদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তাঁরা বলেন, কেউ যদি ভাল মানের লেদারের ব্যাগ সস্তায় খুঁজে পেলে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে। তা হলে অবশ্যই তাঁরা কম দাম সেই ব্যাগ বিক্রি করবেন।
এখানেই থেমে যাননি তারকা-দম্পতি। রাজার বার্তা, “তোমরা যদি ভাব নেতিবাচক মন্তব্য করলে আমাদের ক্ষতি হবে, তা হলে সেটা হচ্ছে না। উল্টে আমাদের আরও লাভ হয়ে যাচ্ছে।” অভিনেতা জানান, নেতিবাচক মন্তব্যের জেরে তাঁদের পোস্টের রিচ বাড়ে। যার ফলে দিনের শেষে লাভ হয় তাঁদেরই।
রাজার কথায়, “তোমরা জানো একটা ব্যাগ বিক্রি করে আমি কত টাকা রোজগার করব! বড় জোর চারশো-পাঁচশো টাকা। কিন্তু আমাদের একটা পোস্ট ভাইরাল হলে ডলারে কামাব।”
‘চিরসখা’ ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল রাজা-মধুবনীকে। এই ধারাবাহিকের হাত ধরেই মা হওয়ার পর ফের অভিনয়ে ফেরেন অভিনেত্রী। এক আইনজীবীর চরিত্রে দেখা যায় তাঁকে। সাম্প্রতিক কালে একাধিক বেফাঁস মন্তব্যের পর নানা কটাক্ষের মুখে পড়েন মধুবনী। অনেকেই বলেন, আসলে অভিনয়ে তেমন সুযোগ পাচ্ছে না বলে এই মন্তব্য করে শিরোনামে থাকার চেষ্টা। যদিও সেই কটাক্ষের জবাবও দিয়েছিলেন অভিনেত্রী।
সংসার এবং সন্তানকে সামলানোর পাশাপাশি বিউটি পার্লার এবং ভ্লগিংও চালাচ্ছেন মধুবনী।
