আজকাল ওয়েবডেস্ক: সইফ আলি খানকে ছুরিকাঘাতের ঘটনায় মধ্যপ্রদেশে এক সন্দেহভাজনকে আটক করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)। মুম্বই পুলিশের অপরাধদমন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, আরপিএফ যাঁকে আটক করেছে তাঁর সঙ্গে সইফের বাড়ির সিসিটিভি ফুটেজের ব্যক্তির মুখের মিল রয়েছে। তবে, তারা এখনও নিশ্চিত নন যে এই ব্যক্তিই সেই অনুপ্রবেশকারী কি না, যিন বলিউড অভিনেতাকে তার বান্দ্রার অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাত করেছিলেন।

বলিউড তারকা সইফ আলি খানের ওপর হামলার ঘটনার পর দু'দিন কেটে গেলেও এখনও অধরা অভিযুক্ত। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে বলে জানা গিয়েছে ইতিমধ্যে। ঘটনার পর তড়িঘড়ি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। এইমুহূর্তে সেখানেই চিকিৎসাধীন তিনি। 

সইফকে ইতিমধ্যেই আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক ভাবে খাওয়াদাওয়া শুরু করেছেন। আশা করা যাচ্ছে, আগামী দু’এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে।