নিজস্ব সংবাদদাতা: ২০০৯ সালে শুরু হয়েছিল জি বাংলার নন ফিকশন শো 'দিদি নাম্বার ওয়ান'-এর পথ চলা। ১৫ বছরের দীর্ঘ জার্নিতে দর্শকের থেকে এই শো পেয়েছে বিপুল জনপ্রিয়তা।
বাংলার খ্যাতনামা মেয়েদের জীবনের গল্প থেকে শুরু করে সাধারণ নারীদেরকে জীবনের লড়াই ফুটে উঠেছে এই শোয়ের মাধ্যমে। দর্শকের কাছে পৌঁছে গিয়েছে বাংলার মেয়েদের হার না মানা জীবন সংগ্রামের গল্প।
সম্প্রতি, 'দিদি নাম্বার ওয়ান'-এর নবম সিজন পার করল ১০০০ পর্ব। এদিন মঞ্চে হাজির ছিলেন বহু তারকারা। কেক কেটে হল উদ্যাপন। শোয়ের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "বাংলা টেলিভিশনের সফল শোয়ের মধ্যে অন্যতম 'দিদি নাম্বার ওয়ান'। এই শো যেন টেলিভিশন দুনিয়ায় মাইলফলক। এই সিজনের ১০০০ পর্বে সমস্ত নারীদের শুভেচ্ছা যারা এই মঞ্চে নিজের লড়াইকে তুলে ধরেছেন, যারা সবসময় পাশে থেকেছেন। এই শো আমার কাছে শিক্ষার অন্যতম মাধ্যম। দর্শকের আশীর্বাদ ও ভালবাসায় আরও অনেকটা পথ চলব একসঙ্গে, এই কামনাই করি।"
