নিজস্ব সংবাদদাতা: বাংলার থিয়েটারের ইতিহাসের পাতা থেকে পর্দায় 'বিনোদিনী'কে আনছেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। এই ছবিতে ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের 'প্রাণ' বিনোদিনী দাসীর জীবনকাহিনি ফুটে উঠেছে। যে বারবণিতা পুরুষতান্ত্রিক সমাজের চোখরাঙানিকে উপেক্ষা করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছিলেন আপামর বঙ্গনারীকে।
২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ছবিটি। এরপর গত শুক্রবার মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, পুণে, গুয়াহাটি, হায়দরাবাদ এবং নয়ডা-সহ একাধিক জায়গায় মুক্তি পেয়েছে। তারপর থেকেই বলি তারকাদের শুভেচ্ছাবার্তায় ভাসছে 'বিনোদিনী'র টিম। এবার শুভেচ্ছা ভেসে এল অভিনেতা আর মাধবনের পক্ষ থেকে।
সমাজমাধ্যমে 'বিনোদিনী'র ট্রেলার ভাগ করে তিনি লিখেছেন, "এই অসাধারণ প্রচেষ্টার জন্য তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রামকমল। আমি নিশ্চিত যে ছবিটা তোমাদের অত্যন্ত গর্বিত করবে এবং ইতিহাস তৈরি করবে। জাতীয় স্তরে মুক্তির জন্য 'বিনোদিনী'র গোটা টিমকে অসংখ্য শুভেচ্ছা।" পাল্টা জবাবে মাধবনকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক রাম কমল।
