নতুন বছরে আসছে নতুন চমক। এবার কি ফের জুটি বাঁধছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত? টলিপাড়ার অন্দরের এমনই খবর ছড়াচ্ছে। সমাজমাধ্যমে ভাইরাল প্রসেনজিৎ-ঋতুপর্ণার ছবি। তবে শুধু তাঁদের নয়, ছড়িয়ে পড়েছে পরিচালক কৌশিক গাঙ্গুলি ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের আপ্তসহায়কদের ছবিও। অর্থাৎ দেখা যাচ্ছে ঋতুপর্ণার আপ্তসহায়ক শর্মিষ্ঠা মুখার্জিকে। 

 

এখান থেকেই দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরা। তবে কি আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির আরও একটি প্রেমের ছবি? জানা যাচ্ছে, 'অযোগ্য'র পর আবারও কৌশিক গাঙ্গুলির পরিচালনায় নতুন বছরে জুটি বাঁধছেন তাঁরা। কিছুদিন আগে সমাজমাধ্যমে ঋতুপর্ণার সঙ্গে একটা ছবি ভাগ করেছিলেন 'বুম্বাদা'। ক্যাপশনে লিখেছিলেন, 'হঠাৎ দেখা'।

রবি ঠাকুরের 'হঠাৎ দেখা'র সঙ্গে দর্শক মিল খুঁজে পেয়েছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ছবি 'প্রাক্তন'-এর। যদিও সেই ছবির পরিচালনায় কৌশিক গাঙ্গুলি নন, ছিলেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। উইন্ডোজ প্রযোজনা সংস্থার ব্যানারে ওই ছবিতে বহু বছর পর ফিরেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। 

 

এরপর কৌশিক গাঙ্গুলির পরিচালনায় 'দৃষ্টিকোন' ও 'অযোগ্য' তে এই জুটিকে পেয়েছিলেন দর্শক। তাই তারকাদের একসঙ্গে ভাইরাল হওয়া ছবিতে সিনেমাপ্রেমীদের নানা মন্তব্যে ভরে গিয়েছে। এসেছে মিশ্র প্রতিক্রিয়াও। অনেক দর্শক চাইছেন 'প্রাক্তন ২' বা 'দৃষ্টিকোন ২' নিয়ে ফিরুক এই জুটি। 
 

 

তবে দর্শকের উত্তেজনাকে আরও একটু বাড়তে দিতে চান তারকারা। কারণ, এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে খবর, এবার এক ভরপুর প্রেমের গল্পে জুটি বাঁধছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০২৬-এই বড়পর্দায় আসতে পারে এই ছবি। 

 

 

প্রসঙ্গত, চলতি বছরে দর্শকের জন্য চমকের শেষ নেই। একদিকে যেমন আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার কালজয়ী জুটি। তেমনই এই বছর ফের এক ছবিতে কাজ করবেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। চলতি বছর পুজোয় মুক্তি পেতে চলেছে 'দেশু' জুটির সাত নম্বর ছবি। তবে এবার শুধু রোমান্সেই সীমাবদ্ধ থাকছে না তাঁদের জুটি। প্রেমের সঙ্গে ছবিতে থাকছে টানটান রোমাঞ্চের ছোঁয়াও। ছবির তালিকায় হাফ সেঞ্চুরি পার করে দেব এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন এক নতুন উপহার। আপাতত সেই ছবির প্রস্তুতিতেই ব্যস্ত নায়ক। আর অনুরাগীদের উত্তেজনাও তুঙ্গে।