সংবাদ সংস্থা মুম্বই: বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রে চলে আসে বব্বর পরিবার। কারণ অভিনেতা প্রতীক স্মিতা পাটিল নিজের বিয়েতে আমন্ত্রণই জানাননি বাবা রাজ বব্বরকে। মুম্বইয়ে ১৪ ফেব্রুয়ারি, প্রেম দিবসে, অভিনেত্রী প্রিয়া ব্যানার্জিকে বিয়ে করেন প্রতীক। কিন্তু সেই বিশেষ দিনে বাবাকে, এমনকী বাবার পরিবারকেও আমন্ত্রণ জানাননি তিনি।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন প্রতীক। ব্যাখ্যা দিয়েছেন, ক্ষমাও চেয়েছেন। স্মিতা পাটিলের স্মৃতিবিজড়িত বাড়িতেই চুপিসারেই বিয়ের আয়োজন করেছিলেন প্রতীক ও প্রিয়া। প্রতীক জানালেন, “আমার বাবা, সৎদাদা আর বাবার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন না। বিষয়টা যেমন দেখানো হয়েছে, আসলে তা নয়।” তিনি আরও বলেন, “বাবা ও তাঁর স্ত্রীর সঙ্গে মায়ের অতীত কিছু জটিলতা ছিল, যেগুলো সংবাদমাধ্যমেও বহু বছর আগে প্রকাশ পেয়েছিল। আমি চেয়েছিলাম না সেই স্মৃতিতে ছাপ পড়ুক। সেই ঘরটা আমার মায়ের। একজন সিঙ্গল মায়ের লড়াইয়ের সাক্ষী ওই বাড়ি। সেখানে বাবাকে ডাকা আমার কাছে ঠিক  মনে হয়নি।”

 

“আমি বাদ দিতে চাইনি, শুধু ভুল জায়গায় ভুল মুহূর্তে কোনও অশ্রদ্ধা হোক চাইনি”—প্রতীকের কথায় ফুটে উঠল অভিমানও, দায়িত্ববোধও। প্রতীক স্পষ্ট করেন, “আমি চেয়েছিলাম, বাবা ও তাঁর পরিবারের জন্য অন্য কোনও অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ রাখতে। কিন্তু সেই দিন, সেই স্থান, সেই পরিবেশটা মায়ের জন্যই তোলা ছিল। আজকের পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে...অনেকটাই জটিল... কিন্তু আমি এখনও আমি সেই পুরনো প্রতীক-ই।”

 

তিনি আরও বলেন, “কাউকে অপমান করার জন্য নয়, বরং মায়ের প্রতি সম্মান দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। মা নিজের জীবনের শেষ দিন পর্যন্ত এই বাড়িতে একা থেকে আমায় বড় করেছিলেন। তাঁর ইচ্ছেকেই প্রাধান্য দিয়েছি আমি।”

 

চলতি বছরেই  নিজের নাম বদল করার কথা জানিয়েছিলেন প্রতীক। এখন তিনি নিজেকে পরিচয় দেন “প্রতীক স্মিতা পাটিল” নামে। তাঁর বক্তব্য, “আমি কোনও প্রতিক্রিয়ার ভয় করি না। আমি শুধু চাই, আমার পরিচয় মায়ের নামের সঙ্গে জুড়ে থাকুক। ওটাই আমার উত্তরাধিকার। আমি বাবার মতো হতে চাই না, আমি শুধু মায়ের মতো হতে চাই। তাঁর নামের পাশে আর কোনও নাম লাগুক, সেটা চাই না।”

 

প্রসঙ্গত, রাজ বাব্বর ১৯৭৫ সালে অভিনেত্রী ও নাট্যব্যক্তিত্ব নাদিরা বাব্বরকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান—জুহি বাব্বর ও আর্য বাব্বর। পরে রাজের সঙ্গে সম্পর্ক হয় কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাটিলের। ১৯৮৬ সালে জন্ম হয় প্রতীকের। কিন্তু একই বছর, প্রসবজনিত জটিলতায় প্রয়াত হন স্মিতা। এরপর রাজ ও নাদিরা ফের একত্র হন।