নিজস্ব সংবাদদাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিল ‘অহনা (দ্য লাইট উইদিন)’। এই চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে অন্যতম প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয়েছে  এই পূর্ণ দৈর্ঘ্যের ছবি। গত শুক্রবারের পর আগামী রবিবার সন্ধ্যা সাড়ে ছ'টায় রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে ফের একবার প্রদর্শিত হবে প্রমিতার এই ছবি।

মূলত, এক লেখিকার জীবনগাথা নিয়ে ‘অহনা (দ্য লাইট উইদিন)’। ছবি জুড়ে থাকবে তাঁর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের নানা লড়াইয়ের কাহিনি। নামভূমিকায় জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বিপরীতে থাকছেন টলিউড-বলিউডের অন্যতম পরিচিত মুখ অভিনেতা জয় সেনগুপ্ত। 

পরিচালনার পাশাপাশি এ ছবির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন প্রমিতা-ই। ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবে ছবিটি প্রযোজনাও করেছেন তিনি-ই। নিজের প্রযোজনা সংস্থা স্মাইলিং আর্থ ফিল্মসের মাধ্যমে। ‘অহনা’র আগেও ‘পরিচয়’ ও ‘প্রবাহ’ নামে দু’টি স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনা ও প্রযোজনা করেছিলেন প্রমিতা। দু’টিই দেশে-বিদেশে নানা পুরস্কার ও সম্মান অর্জন করেছে।  


এক নজরে ‘অহনা’র কাহিনি

আজও পুরুষতন্ত্রে আস্থা রাখা সমাজে এক নারীর পরিচয় তৈরির লড়াই ও নিজের লক্ষ্যে পৌঁছনোর গল্প বলবে অহনা। উঠে আসবে পুরুষ-বন্ধ্যত্বর মতো গুরুতর ও সংবেদনশীল বিষয় ও তার প্রতি সমাজের মনোভাবের কথা। গল্পের মূল চরিত্র অহনা কীভাবে সব বাধা ঠেলে, সমাজের সব নিয়মকানুন আর পুরুষতান্ত্রিক মানসিকতার বেড়া ডিঙিয়ে নিজের লক্ষ্যে পৌঁছয়, সেই লড়াইয়ের হাত ধরে কীভাবে সে নিজেকে নতুন করে চিনতে পারে,  সেই যাত্রাপথই দেখানো হবে গোটা ছবিজুড়ে।    


‘অহনা’য় মুখ্যভূমিকায় দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী ও জয় সেনগুপ্তকে। তাঁদের পাশাপাশি নানা চরিত্রে হাজির হবেন সৌম্য সেনগুপ্ত, প্রিয়ব্রত সেন সরকার, পায়েল রক্ষিত, সুনীপা দেব, সেঁজুতি রায় মুখার্জি, সুকৃতী লহরী, বাসবী ঘটক, মধুমিতা চট্টোপাধ্যায়, পার্থপ্রতিম মল্লিক, ডঃ মহুল ব্রহ্ম এবং সহচরী। ছবির অন্যতম সহ-প্রযোজনার দায়িত্ব সামলেছেন  শঙ্কর বসু। চিত্রগ্রহণে জয়দীপ ভৌমিক, সম্পাদনার কাজ সামলেছেন  শঙ্খ এবং সৌম্য চট্টোপাধ্যায়-সব্যসাচী পাল বসেছিলেন সিঙ্ক সাউন্ড রেকর্ডিস্টর আসনে। পরিচালক ও প্রধান প্রযোজকের দায়িত্ব সামলানোর পাশাপাশি ‘অহনা’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, প্রোডাকশন ডিজাইন এবং শিল্প নির্দেশনার সবটুকু দায়িত্ব একা হাতে সামলেছেন খোদ প্রমিতা ভৌমিক।