তাঁর অভিনয় প্রশ্নাতীত। নানা চরিত্রে নিজেকে মেলে ধরাতেই যেন তৃপ্তি। সেই পরিসরই আরেকটু বড় হল। ফের নয়া ভূমিকায় প্রাজ্ঞ দত্ত। সান বাংলার ‘রূপমতী’ ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাঁকে। চরিত্রের নাম বিষাণ কেতু। বিষাণ খোক্ষস দলের সেনাপতি। জাদুবলে সে করে ফেলতে পারে অনেক কিছুই। সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় ২৭ অক্টোবর থেকে দেখা যাবে তাঁকে।
শুধু এখানেই নয়, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’তেও দেখা যাচ্ছে প্রাজ্ঞকে। ধারাবাহিকে তিনি বর্গী দস্যুর চরিত্রে অভিনয় করছেন। রাণী ভবানীকে চক্রান্ত করে বিপদে ফেলতে তৎপর তিনি। বাকি চরিত্রদের ঝলক আগেই প্রকাশ্যে এলেও দেখা মেলেনি ভবানীর এই চরম শত্রুর। আজকাল ডট ইন-এই প্রথম প্রকাশ্যে আসে তাঁর ঝলক।
নেতিবাচক চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি। ছোটপর্দায় এভাবেই নিজেকে ভেঙে নতুন ভাবে তৈরি করে আরও এগিয়ে যেতে চান অভিনেতা।
‘রূপমতী’তে প্রাজ্ঞর লুকও দেখার মতো। কেশহীন মাথায় গজিয়ে উঠেছে দু’টি শিং। মুখ ভর্তি দাড়ি, কাজল দিয়ে আঁকা মোটা ভুরু। চোখে প্রতিহিংসা। পরনে কালো পোশাক। বড় বড় কান। হাতের নখও কালো। যেন শৈশবে পড়া রূপকথার কোনও চরিত্র। যে শিশু মনে সহজেই ভয়ের সঞ্চার করত।
শুধু ধারাবাহিকেই নয়, বড় পর্দাতেও দাপটের সঙ্গে কাজ করছেন প্রাজ্ঞ। তাঁকে দেখা যেতে চলেছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরাণী’তে। সেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শ্রাবন্তী, সব্যসাচী চক্রবর্তী থেকে অর্জুন- কে নেই এই ছবিতে? এবার এই তারকা সমাবেশে যোগ দিচ্ছেন তিনিও।
সেখানেও ছক ভেঙেছেন প্রাজ্ঞ। তিনি বলেন, “দেবী চৌধুরানীতে আমি শাওলিন মংক-এর চরিত্রে অভিনয় করছি, যে কি না মার্শাল আর্টের বিশেষজ্ঞ। প্রথমেই আমাদের অধিনায়ক শুভ্রজিৎ মিত্রদাকে ধন্যবাদ দিতে চাই এই আকর্ষণীয় চরিত্রে আমাকে ভাবার জন্য। আমাদের প্রযোজক অ্যাডিটেড মোশন পিকচার্সকেও অনেক ধন্যবাদ। বুম্বাদা আর শ্রাবন্তীদিকে নিয়ে নতুন করে আর কীই বা বলব, ওঁরা সবসময়ই সৃষ্টিশীলতার অনুপ্রেরণা দিয়ে চলেছেন। আমাদের গোটা দল খুবই অনুপ্রাণিত আর মনোযোগী। জয় ভৈরবী!”
কিছুদিন আগেই পরিচালক শুভ্রজিতের সঙ্গে প্রাজ্ঞের কয়েকটি ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল ইন্সটাগ্রামে। দেখা গিয়েছিল দু’জনে বসে রয়েছেন সোফায়, সামনে রাখা এক ঝাঁক অস্ত্র। কী নেই সেখানে, তরবারি থেকে চাকু সবই রয়েছে। সেই পোস্টে পরিচালক লেখেন, “দেবী চৌধুরানী ছবির জন্য ধনুর্বেদ সংহিতার সাহায্য নেওয়া হবে ৷ এটিকে ভারতের প্রাচীন মার্শাল আর্টের আখর গ্রন্থ বলা যায় ৷ একইসঙ্গে থাকছে ভারতের নিজস্ব মার্শাল আর্ট রায়বেশে৷ আসল কথাটা হল, আমরা এসেছি যোদ্ধাদের ভূমি থেকে৷ যাকে অবদমিত করে রেখেছিল ঔপনিবেশিক শাসকরা৷ আমরা সেই যোদ্ধাদের আবার ফিরিয়ে আনব৷ গবেষণা ও প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন গৌর প্রাজ্ঞ দত্ত।”
ধারাবাহিক থেকে বড় পর্দায়, আপাতত সবেতেই প্রাজ্ঞের অবাধ বিচরণ। এছাড়াও ‘রাপ্পা রায় ফুলস্টপ ডট কম’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
