নিজস্ব সংবাদদাতা: ৭০ পেরিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় গত বছরেই শুরু করে দিয়েছিলেন প্রবাদপ্রতিম পরিচালক প্রভাত রায়। শুরু করেছিলেন নিজস্ব প্রযোজনা সংস্থা। নাম রেখেছিলেন 'প্রভাত প্রোডাকশনস'। বিজ্ঞাপনের শুটিংয়ের কাজও সেরেছিলেন তারপরেই। তবে এবার ফের পুরোদস্তুর পূর্ণদৈর্ঘ্য ছবির কাজ শুরু করতে চলেছেন এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প 'বলাই'কেই পর্দায় ফুটিয়ে তুলবেন প্রভাত রায়!

 

মানব সভ্যতার অগ্রগতি মানুষের সাথে প্রকৃতির দূরত্ব নিয়ে এলেও, সেই আত্মিক সম্পর্ক ছিন্ন করা অসম্ভব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর সাহিত্য সৃষ্টিতে বারবার ধ্বনিত করেছেন মানুষ ও প্রকৃতির সেই অবিচ্ছেদ্য সম্পর্কের আখ্যান। সেই গল্প থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হবে এই বাংলা ছবি। তবে চমকের শেষ এখানেই নয়! প্রভাত রায়ের এই ছবিতে সুর দেবেন কবীর সুমন! জানা গিয়েছে, ছবির বিষয়বস্তু ভারী মনে ধরেছে 'গানওয়ালা'র। তাই ছবির সুরকারের দায়িত্ব নিতে সাগ্রহে রাজি হয়েছেন তিনি। তবে প্রভাত রায় পরিচালিত এই ছবি বড়পর্দা না কি কোনও ওটিটি প্ল্যাটফর্মের জন্য, তা এখনও জানা যায়নি।

 

উল্লেখ্য, ফিচার ফিল্ম ছাড়া এখনও পর্যন্ত ১৬টি টেলিফিল্ম এবং ৩টি টিভি সিরিজও পরিচালনা করেছেন প্রভাত। প্রসঙ্গত, স্ত্রীর মৃত্যু, নিজের শারীরিক অসুস্থতা সবকিছু মিলিয়ে বহু বছর টলিউড থেকে দূরে ছিলেন পরিচালক। তবে এভাবে 'লাইট-ক্যামেরা-অ্যাকশন'-এর দুনিয়ায় কামব্যাক করায় যারপরনাই খুশি টলিপাড়া।