নিজস্ব সংবাদদাতা: জি বাংলার আরও এক জনপ্রিয় ধারাবাহিক শেষের পথে! রণজয়-শ্বেতার প্রথম জুটি— ‘কোন গোপনে মন ভেসেছে’ শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে, আর মাত্র বছরখানেকের মাথাতেই নাকি শেষ হতে চলেছে এই সিরিয়াল। খবর, জুলাই মাসের মধ্যেই ইতি টানা হবে এই ধারাবাহিকে।
যেখানে আজকাল অনেক ধারাবাহিক-ই মাস ঘুরতে না ঘুরতেই বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে দেড় বছর টানা চলা সত্যিই বিরল ঘটনা। শুরুতে অনিকেত-শ্যামলীর কেমিস্ট্রি মন জয় করেছিল দর্শকের। টিআরপিও ছিল তুঙ্গে। তবে গল্পে পরিবর্তন আসার পর টিআরপির জায়গা ধরে রাখতে পারেনি এই ধারাবাহিক।
তবুও রোহিণী-মন্দারের সম্পর্ক, চরিত্রে মিশমীর বদলে সৌমির আগমন—সব মিলিয়ে নাটকীয়তা বজায় ছিল।
কিন্তু সবচেয়ে বড় চমক?
এই ধারাবাহিক শেষ হতেই নাকি নতুন প্রজেক্টে পা রাখতে চলেছেন শ্বেতা ভট্টাচার্য। নতুন ধারাবাহিকের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলে সূত্রের দাবি।
আর রণজয়? তিনিও ফিরবেন কি নতুন ধারাবাহিকে? সেটা এখনও নিশ্চিত নয়।
