নিজস্ব সংবাদদাতা: প্রেমের মরশুম প্রায় শেষ। আর কিছুদিনের মধ্যেই গ্রীষ্মের দাবদাহে অস্থির হতে শুরু করবে চারপাশ। এই মরশুমে কি ফাটল ধরল টলিপাড়ার 'প্রেমিক' জুটির মধ্যে? টলিপাড়ায় সম্পর্ক ভাঙা-গড়ার খেলা চলতেই থাকে। কিন্তু সম্পর্ককে সময় দিয়ে আরও একবার সুযোগ দেওয়ার কথা প্রায় শোনাই যায় না। সময়ের অভাবে বাড়ে দূরুত্ব, কিন্তু তা মিটিয়ে ফেলে কাছাকাছি আসতে পারেন ক'জন?
সূত্রের খবর, ভাঙনের আঁচ লেগেছে টেলিভিশনের দুই পরিচিত নায়ক-নায়িকার প্রেমে। ধারাবাহিকের শুটিং ফ্লোর থেকে শুরু তাঁদের প্রেম। এরপর বহু বছরের সম্পর্কে দিব্যি ছিলেন তাঁরা। সমাজমাধ্যমেও দেখা যেত তাঁদের কাটানো মিষ্টি মুহূর্তের ঝলক। কিন্তু হঠাৎই একে অপরকে এড়িয়ে চলতে শুরু করলেন। সমাজমাধ্যম থেকে মুছলেন একসঙ্গে থাকা ছবি, ভিডিও। তখন থেকেই নেটিজেনদের সন্দেহ শুরু হয়।
এদিকে সদ্য শুরু হয়েছে নায়কের ধারাবাহিক। টলিপাড়ার অন্দরের কানাঘুষো, সহ-অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্টতা বাড়ায় প্রেমিকার সঙ্গে দূরুত্ব তৈরি হয়েছে নায়কের। যদিও বিষয়ে মুখ খোলেননি দু'জনের কেউই। শোনা যাচ্ছে, সম্পর্কের দূরত্ব মিটিয়ে ফেলার চেষ্টায় আছেন নায়ক-নায়িকা।
