নিজস্ব সংবাদদাতা: প্রেমের মরশুম প্রায় শেষ। আর কিছুদিনের মধ্যেই গ্রীষ্মের দাবদাহে অস্থির হতে শুরু করবে চারপাশ। এই মরশুমে কি ফাটল ধরল টলিপাড়ার দম্পতির সম্পর্কে? সূত্রের খবর, চিড় ধরেছে চর্চিত জুটির সংসারে।
তবে টলিপাড়ার 'অমর সঙ্গী'র দাম্পত্যে ভাঙনের আঁচ নতুন নয়। তাঁদের নাকি হয়েছিল চুক্তির বিয়ে! দু'জনেই টেলিভিশন জগতের পরিচিত মুখ। কাজ করেছেন বড়পর্দা থেকে সিরিজেও। শুটিং ফ্লোর থেকে প্রেম শুরু হলেও বিয়ের ছ'মাস পেরোতেই আলাদা হয়ে যান তাঁরা। এভাবেই বেশ কয়েক বছর কাটিয়ে দিলেন জুটিতে। সমাজমাধ্যমে বিশেষ মুহূর্তের ছবি দেওয়া থেকে শুরু করে একসঙ্গে অনুষ্ঠানে যোগ দেওয়া, কোনও কিছুই বাদ রাখেন না। তবুও কোথাও যেন ফাঁক রয়েছে সম্পর্কে।
টলিপাড়ার অন্দরের খবর, এখন আলাদাই থাকেন তাঁরা। এদিকে আবার পরিচালকের সঙ্গে সম্পর্কেও জড়িয়েছেন নায়িকা। সম্প্রতি, ফিরেছেন ছোটপর্দায়ও। অন্যদিকে, নায়কের ধারাবাহিকেও চলছে নিত্যনতুন মোড়। দাম্পত্যের টানাপোড়েনে কাজে আঁচ লাগতে দেননি দু'জনের কেউই। কিন্তু তাঁদের চুক্তির বিয়ের মেয়াদ কি এবার শেষ হবে? নাকি এভাবেই একে অপরের সঙ্গে না থেকেও থেকে যাবেন তাঁরা? যদিও অন্যদের চোখে এখনও পর্যন্ত নিজেদের 'সেরা জুটি'র তকমা বজায় রেখেছেন তাঁরা।
