টলিউড হোক বা বলিউড, শ্রোতাদের মনে বিশেষ জায়গা দখল করে রয়েছেন শান। ২৫ বছরের উদযাপনে কলকাতায় এসে মঞ্চ মাতালেন জনপ্রিয় গায়ক। এদিন শানের অনুষ্ঠানে নিজের নতুন কাজের প্রচারে হাজির হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঞ্চে উঠে শানকে জড়িয়ে ধরেন অভিনেত্রী। তবে এর মধ্যেই যেন থেকে গেলেন দেব! শান কলকাতায় এসে মনে করিয়ে দিয়ে গেলেন দেব-শুভশ্রী স্মৃতি। 

এদিন শুভশ্রীকে দেখে শান সরাসরি বলেন, 'দেবের সঙ্গে তোমার যে গানটা ছিল না...'। শুভশ্রী উত্তর দিলেন 'হ্যাঁ দেখেছি তোমাকে শ্রাবণে '। এরপরই শান গাইতে শুরু করেন এই গান, গায়কের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে গলা মেলান শুভশ্রীও। অভিনেত্রীর গলায় ‘দেখেছি তোমাকে শ্রাবণে’ গানটি যেন ফিরিয়ে দিয়েছে আরও স্মৃতি। ‘চ্যালেঞ্জ’ ছবির এই গান আজও একই রকম জনপ্রিয়। সেই ছবির মাধ্যমেই দর্শকরা প্রথম পান দেব ও শুভশ্রী জুটিকে। প্রথম ছবি থেকেই পর্দায় এবং বাস্তবে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তাঁরা। 

আরও পড়ুনঃ সামনে এল শুভশ্রীর ‘অনুসন্ধান’-এর পোস্টার! রইল বিশেষ ঝলক, দেখে নিন

দেব-শুভশ্রী একসঙ্গে মাত্র ছয়টি ছবি করলেও এই জুটি যে কতটা জনপ্রিয় তার প্রমাণ মিলেছে কিছুদিন আগেই। ‘ধূমকেতু’ নিয়ে সামনে এসেছে দর্শকের ভালবাসা, উন্মাদনা। ১০ বছর পর মুক্তি পাওয়া ছবির জন্য অপেক্ষা যেন এক ইতিহাস তৈরি করেছে। তবে ‘ধূমকেতু’ মুক্তির পর বিশেষ কিছু কারণে দেব ও শুভশ্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। অনেকেই ভেবেছিলেন, বন্ধুত্বের সম্পর্ক থেকে আবার হয়তো কথা বলা বা মুখ দেখাদেখি বন্ধ করে দেবেন তাঁরা। তবে শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে সম্পর্ক ঠিক হয়েছে। এমনকী দেব সম্প্রতি একটি ইন্টারভিউতে বলেছেন, তিনি অবশ্যই শুভশ্রীর সঙ্গে কাজ করতে চান, ওই ভুল বোঝাবুঝি কিছুই নয়। পরবর্তী সময়ে নিশ্চয়ই কাজ করবেন মেগাস্টার। 

শুভশ্রী নিজেও একাধিকবার বলেছেন তিনি অতীত নিয়ে বাঁচতে ভালবাসেন না। তাঁর কাছে বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অবশ্যই ভবিষ্যৎ। বর্তমানে স্বামী এবং দুই সন্তানকে নিয়ে সুখের সংসার অভিনেত্রীর। দুর্গাপূজো কাটিয়েই মহাকাল দর্শন করে এলেন রাজ-শুভশ্রী। ইউভান, ইয়ালিনীকে নিয়ে রাজ ও শুভশ্রীর ভরা সংসার। তবে এর মধ্যে কাজ চালিয়ে যাচ্ছেন পুরোদমে। শুভশ্রীর এই সুন্দরভাবে সবকিছু ব্যালেন্স করা নিয়ে একাধিকবার প্রশংসা করেছেন দেব নিজেও। 

প্রসঙ্গত, বেশ অনেক বছর হয়ে গেলেও আজও বাংলা ছবির ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় গান ‘দেখেছি তোমাকে শ্রাবণে’। এত বছর বাদে শুভশ্রীর গলায় সেই গান শুনে অনেকেই যেন ফিরে গেলেন পুরনো দিনে। তবে মঞ্চে দেব থাকলে যেন এই ফ্রেম সম্পূর্ণ হত! অনেকে মনে করেছেন এমনটাই। এছাড়াও এদিন নিজের একাধিক জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতিয়ে রাখলেন শান। অনুষ্ঠানের মাঝেই ভিডিও কলের মাধ্যমে স্ত্রীর সঙ্গে করবা চৌথের রীতি পালন করেন গায়ক। সব মিলিয়ে এদিন জমজমাট হয়েছিল অনুষ্ঠান।