নিজস্ব সংবাদদাতা: এপার বাংলা, ওপার বাংলার মিশেলে এক অন্যধারার গল্প ফুটে উঠছে জি বাংলার ধারাবাহিক ‘পুবের ময়না’য়। পর্দায় রোদ্দুর আর ময়নার খুনসুটিতে ভরা গল্প দারুণ জমে উঠেছে। 

 


ইতিমধ্যেই রোদ্দুর-ময়নার মাঝে এসে হাজির গুঞ্জা। রোদ্দুরের প্রাক্তন প্রেমিকা সে। কিন্তু বর্তমানে ময়নার থেকে রোদ্দুরকে আলাদা করার জন্য উঠেপড়ে লেগেছে সে। এদিকে গুঞ্জাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠছে ময়না। 

 


নানাভাবে ময়নাকে ফাঁসানোর পরিকল্পনা করছে গুঞ্জা। কিন্তু নিজের বুদ্ধির জোরে কিছুতেই গুঞ্জার পাতা ফাঁদে পা দিচ্ছে না ময়না। যদিও গুঞ্জা ছাড়াও ময়নার বিরুদ্ধে ষড়যন্ত্র করার লোক কম নেই। কিন্তু রোদ্দুরকে পাশে নিয়ে সমস্ত বিপদ কাটিয়ে বেরিয়ে আসে ময়না। নিজের লক্ষ্যের দিকে স্থির থাকে সে। পড়াশোনাকে হাতিয়ার করে এগিয়ে চলে ওপার বাংলার মেয়ে ময়না। 

 


এই ধারাবাহিক ঘিরে গত বছরের শেষে এসেছিল মন খারাপের খবর। শোনা গিয়েছিল, শেষ হচ্ছে এই মেগা। তবে নতুন বছরের শুরুতেই খেলা ঘুরিয়ে দিয়েছিল 'রোদ্দুর-ময়না'। শেষ দিনের শুটিং হয়ে গেলেও আবারও নতুন করে শুরু হয়েছিল ধারাবাহিক। 

 


তবে এবার শেষ হচ্ছে 'রোদ্দুর ময়না'র পথ চলা। সূত্রের খবর, আর কিছুদিনের মধ্যেই হবে শেষদিনের শুটিংও। এবার আর দর্শকের চাহিদার কথা মাথায় রেখে নতুন শুরুর সম্ভবনা নেই। শুটিং শেষ হলেও এখনই সম্প্রচার বন্ধ হচ্ছে না এই ধারাবাহিকের। জানা যাচ্ছে, দর্শক আরও কিছুদিন দেখতে পাবেন 'রোদ্দুর-ময়না'র জুটিকে।