সংবাদসংস্থা মুম্বই: বলিউডে ফের বিপদের ছায়া। আগুনে পুড়ে ছারখার জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'অনুপমা'র শুটিং ফ্লোর। সোমবার ভোর পাঁচটায় মুম্বইয়ের গুরগাঁওতে 'অনুপমার' সেটে ভয়াবহ আগুন লাগে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জানা যাচ্ছে, আগুন এখন নিয়ন্ত্রণে। পরিস্থিতি স্বাভাবিক করতে এখনও কাজ অব্যাহত। 

 

 

যদিও কী কারণে ভোরবেলা আচমকতা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেই বিষয়টা এখনও জানা যায়নি। অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন এক্স হ্যান্ডেলে জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সেই সঙ্গে ঘটনার যথাযথ তদন্তের দাবিও জানানো হয়েছে। 

 

 

জানা যাচ্ছে সকাল সাতটায় শুটিং শুরু হওয়ার কথা ছিল। ঠিক তার দু'ঘণ্টা আগেই ঘটে এই মারাত্মক দুর্ঘটনা। যে মুহূর্তে সেটে আগুন লেগেছে তখন শুটিংয়ের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। তাই ফ্লোরে সেই সময় বেশ কিছু টেকনিশিয়ান সেই সময় উপস্থিত ছিলেন। যদিও তাঁরা প্রত্যেকেই নিরাপদ আছেন বলেই জানা যাচ্ছে। 

 


প্রসঙ্গত, বাঙালি মেয়ে রূপালী গাঙ্গুলি অভিনীত এই ধারাবাহিকটি শুরুর দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে। এই ধারাবাহিকের দৌলতেই বেশ চর্চায় উঠে এসেছেন রূপালী। রাজন শাহী প্রযোজিত ‘অনুপমা’-তে কেন্দ্রীয় চরিত্রই হলেন রূপালী। পর্দায় অনুপমার জীবনকাহিনি দেখে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। জীবনের নানা ওঠাপড়ায় কীভাবে এগিয়ে চলে সাধারণ নারী অনুপমা, এই নিয়েই গল্প।