সংবাদ সংস্থা মুম্বই: কিং খান’ হয়ে ওঠার পথটা মোটেই সহজ ছিল না শাহরুখের। মসৃণ, গোলাপের পাপড়ি বিছানো নয়, বরং চড়াই-উতারাই ভরা বন্ধুর ছিল সেই যাত্রাপথ। মেপে পা ফেলতে গিয়েও, স্ট্র্যাটেজি কষেও সফল হওয়ার বদলে একাধিকবার ব্যর্থ হয়েছেন তিনি। আবার যখন সফল হয়েছেন তখন তখন সেই সাফল্যের গুঞ্জন অনুরণিত হয়েছে বছরের পর বছর ধরে। সম্প্রতি, শাহরুখের এক অজনা তথ্য এই প্রথমবার ফাঁস করলেন জনপ্রিয় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে, যা জেনে অভিনয়ের প্রতি শাহরুখের বোধ, জ্ঞান যে কতটা তীক্ষ্ণ তা নতুন করে টের পাওয়া যায়।
তখন 'দেবদাস' ছবির শুটিং চলছে। 'দেবদাস'-এর পরিচালক সঞ্জয় লীলা বনশালির প্রধান সহকারী হিসাবে যুক্ত বিক্রম। সামনে থেকে শাহরুখের কাজ দেখছেন, শুটিংয়ে প্রতিটি দৃশ্যে সবকিছুর প্রতি 'বাদশা'র কতটা নজর, তা টের পাচ্ছেন। ছবিতে দেবদাস-এর সেই বিখ্যাত মৃত্যুদৃশ্যের শুটিং শুরু হবে। তোড়জোড় চলছে। প্রায় সবাই প্রস্তুত। এমন সময় মধু চাইলেন শাহরুখ। হ্যাঁ, মধু।
ইউনিটের সবাই অবাক। যাই হোক, মধু আনা হল। শাহরুখ মুখে হালকা করে তা মেখে নিলেন, তারপর শুয়ে শুটিং শুরু করলেন। কেন মধু? অভিনেতার যুক্তি ছিল, মৃত মানুষের উপর মাছি ভনভন করে। তাই এই দৃশ্যে তাঁর উপরেও যদি মাছি ভনভন করে ওড়ে, তাহলে দর্শকের কাছে তাঁর পর্দার মৃত্যুটা বিশ্বাসযোগ্য হবে। অতএব, মাছিদের আকর্ষণ করার জন্য দরকার ছিল মধু। তাই-ই করেছিলেন। সব দেখেশুনে চমকে গিয়েছিলেন বিক্রম। তাই তো তাঁর মতে,শাহরুখের বিকল্প হবে না। "সবসময় ওঁর চিন্তা চলে কীভাবে কোনও দৃশ্যকে আরও নিখুঁত করে তোলা যায়, আরও বিশ্বাসযোগ্য করে তোলা যায়। সেইজন্য যা যা করা প্রয়োজন, সেই চিন্তাতে ডুবে থাকেন তিনি।"
