সংবাদ সংস্থা মুম্বই: ‘শোলে’ থেকে ‘সওদাগর’ ছুঁয়ে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। বিভিন্ন সময়ের হিন্দি ছবিতে ধরা পড়েছে হোলি উৎসবের নানান দৃশ্য। সঙ্গে চনমনে সুরের উৎসবমুখর গান। বাংলায় তো বটেই, ভারতের বিভিন্ন ভাষার সাহিত্যে এসেছে হোলি উৎসবের কথা। রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলিত শান্তিনিকেতনের বসন্ত উৎসবের কথা তো ভূ-ভারতে প্রচারিত। আগামী মাসেই হোলি। এবার সেই আসন্ন রঙের উৎসব ঘিরে একটি মন্তব্য করে বসলেন বলি-পরিচালক তথা নৃত্য নির্দেশক ফারহা খান। যা থেকে শুরু হয়েছে বিতর্ক। ফারহার অনুরাগীরাও তাঁদের প্রিয় শিল্পীর মুখে এহেন মন্তব্য শুনে যথেষ্টই হতাশ। শোনা গিয়েছে, এ বার মুম্বইয়ের খার থানায় ফারহার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিতর্কিত ইউটিউবার হিন্দুস্থানি ভাউ। 

 

 

ছবি সংক্রান্ত বিষয় ছাড়াও ফারহা খান মাঝেমধ্যেই প্রচারের আলোয় আসেন তাঁর বিস্ফোরক মন্তব্যের জন্য। বিভিন্ন সাক্ষাৎকারে বেফাঁস মন্তব্যের জেরে কটাক্ষের শিকার ও হন তিনি। ঠিক কী বলেছেন ‘ওম শান্তি ওম’-এর পরিচালক? সম্প্রতি, ছোটপর্দার জনপ্রিয় রান্নার রিয়্যালিটি শো-তে এই হোলি উৎসব সম্পর্কে ফারহা বলেন, ‘‘হোলি মূলত ছাপরিদের উৎসব!’’ এরপরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হেনেছেন তিনি।  

 


গত মাসে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামী শিরীষ কুন্দরের সম্পর্কেও বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন তিনি। জানিয়েছিলেন, দু'দশকের উপর তাঁদের এই সম্পর্ক শুরু থেকেই এত মধুর ছিল না। প্রথম ৬ মাস ফারহার মনে হয়েছিল যে তাঁর স্বামী সমকামী!