বলিউডে আবারও বিতর্কের ঝড়! লেখক-গীতিকার-অভিনেতা পীযূষ মিশ্র এবার সরাসরি আঙুল তুললেন পরিচালক অনুরাগ কাশ্যপের দিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, যেখানে উপস্থিত ছিলেন মনোজ বাজপেয়ী, রঞ্জন সিং, পরিচালক রাম রেড্ডি এবং অনুরাগ নিজেও, সেখানে পীযূষ বিন্দুমাত্র রাখঢাক না করেই জানালেন— অনুরাগ কাশ্যপের সিনেমার প্রথম ভাগ দুর্দান্ত হলেও, তিনি নাকি সচেতনভাবেই দ্বিতীয় ভাগ নষ্ট করে দেন।
পীযূষের অভিযোগ, “ ‘গুলাল’ ছবিটা … ক্ষমা করো অনুরাগ, কিন্তু ওটার দ্বিতীয়ার্ধ বুঝতেই পারিনি। অনুরাগের সমস্যা হল, অর্ধেক ছবি দারুণ বানান, তারপর যেই মনে হয় মাস্টারপিস হচ্ছে, আর ইচ্ছে করেই গণ্ডগোল করেন। ‘দেব ডি’-এর প্রথম ভাগ ছিল ক্ল্যাসিক, তারপর একেবারে ভেস্তে দিলেন। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর ক্ষেত্রেও সেই একই ব্যাপার হল।” বর্ষীয়ান শিল্পীর মুখে এহেন কথা শুনে পাশে বসা অনুরাগ কাশ্যপ তখন হেসে কুটিপাটি!
এই কথা শুনে পাশ থেকে মনোজ বাজপেয়ী মজা করে যোগ করলেন, ‘দেব ডি’-র শেষ ভাগ বাঁচিয়েছিল নওয়াজের স্বল্প সময়ের উপস্থিতি —‘ইমোশনাল অত্যাচার’ গানের ভিডিওতে নওয়াজ ছোট্ট একটি মজাদার চরিত্রে অভিনয় করেছিলেন। পীযূষ আরও বলেন—“আমি ভেবেছিলাম ‘দেব ডি’ হবে মাদকাসক্তি নিয়ে নিয়ে ছবি, কিন্তু পরে একেবারেই অন্য দিকে চলে গেল। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ও প্রথম অংশের পর পথ হারিয়ে ফেলল।”
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্ম পীযূষ মিশ্রর। সেখান থেকে মুম্বইয়ে এসে নিজেকে অভিনেতা হিসাবে প্রতিষ্ঠা করার রাস্তা সহজ ছিল না। এনএসডি (ন্যাশনাল স্কুল অফ ড্রামা) থেকে পাশ করে বেরনোর পরে প্রায় ২০ বছর দিল্লিতে ছিলেন পীযূষ। তার পরে মুম্বইয়ে আসেন তিনি। অভিনয় ছাড়াও বাচিকশিল্পী ও গীতিকার হিসাবেও কাজ করেছেন পীযূষ।
এদিকে অনুরাগ কাশ্যপ এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘নিশানচি’ নিয়ে, যেখানে অভিষেক হচ্ছে ঐশ্বর্য ঠাকরে-র, প্রয়াত বালাসাহেব ঠাকরের নাতি। ছবিতে আছেন বেদিকা পিন্টো, মনীকা পানওয়ার, মোহাম্মদ জিশান আয়ুব ও কুমুদ মিশ্র। সেপ্টেম্বর ১৯-এ মুক্তি পেতে চলেছে এই ছবি।
অন্যদিকে, মনোজ বাজপেয়ী প্রচার করছেন রাম রেড্ডি পরিচালিত ‘জুগনুমা’, যেখানে অভিনয় করেছেন দীপক ডোবরিয়াল, প্রিয়াঙ্কা বোস, হিরাল সিধু, আভান পুকোট ও তিলোত্তমা সোম। ছবিটি মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর।
