সংবাদসংস্থা মুম্বই: বরাবরই নিজের সাজপোশাকে বিশেষ চমক রাখতে পছন্দ করেন নীতা আম্বানি। এই ঝলক দেখা গিয়েছে বহু অনুষ্ঠানেই। তাই পিছপা হলেন না নিজের ছোটছেলের বিয়ের দিনও। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে নীতার সাজ দেখে চোখ ধাঁধিয়েছিল নেটিজেনদের। তাঁর পরনের ব্লাউজটি ছিল সোনার তৈরি। এমনটাই এবার জানালেন তাঁর ডিজাইনার।

অনন্ত-রাধিকার বিয়ের দিন মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি গোলাপি শাড়িতে দেখা যায় নীতাকে। সঙ্গে পরেছিলেন বেগুনি রঙের ব্লাউজ। তাতে ছিল সোনার কারুকার্য। এই ব্লাউজটি তৈরি করার জন্য রাজস্থানের কিশানগড় থেকে এসেছিলেন শিল্পী শেহজাদ আলি শেরানি।

মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর, নীতা আম্বানি ব্লাউজটি তৈরি করার জন্য অনন্ত-রাধিকার বিয়ের ঠিক এক সপ্তাহ আগে শেহজাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। শেহজাদ জানান, তিনি তাঁর ছেলের সঙ্গে ৫০-৫৫ ঘন্টা ধরে নীতার জন্য সোনার কারুকার্য করে তৈরি করেছিলেন ব্লাউজটি। তাঁর কথায়, "এটা আমার জন্য চ্যালেঞ্জের বিষয় ছিল। এত সুক্ষ একটা কাজ যে সময়ের মধ্যে করে দিতে পেরেছি এটাই আমার কাছে বড় বিষয়। নীতা আম্বানি অনেক আশা নিয়ে এসেছিলেন আমার কাছে। তাঁর অনুরোধ রাখতে পেরেছি। সেইসঙ্গে এই বিয়ের কাজের একজন সদস্য হতে পেরে আমি কৃতজ্ঞ।"