নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দায় আবার দেখা যেতে চলেছে 'বেহুলা-লখিন্দর' জুটিকে, অর্থাৎ পায়েল দে এবং অর্কজ্যোতি পাল চৌধুরীকে। ১৫ বছর পর আবার একই ধারাবাহিকে দুই তারকা। তবে জুটি হিসাবে নয়, সম্পূর্ণ ভিন্ন চরিত্রে মুখোমুখি পায়েল দে এবং অর্কজ্যোতি পাল চৌধুরী। 

 


বর্তমানে জি বাংলার 'আনন্দী'তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অর্কজ্যোতি। এবার সান বাংলার 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে'তে নতুন চরিত্রে দেখা যাবে অর্কজ্যোতিকে। এই ধারাবাহিককে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি। শুধু তাই নয় গল্পে নতুন মোড় নিয়ে আসছে 'রেয়ান' অর্থাৎ অর্কজ্যোতি। বাড়ির মেয়ের মন জয় করতেই আসছে এই নতুন চরিত্র। 

 


২০১০-এ স্টার জলসায় শুরু হয় 'বেহুলা'। এত বছর পর আবার একই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে পেরে দারুণ খুশি দুই তারকা। গল্পে 'আলো' নিজের জীবনে নানা সমস্যার সম্মুখীন হলেও নিজেই তা সমাধান করে। এদিকে, 'রেয়ান' নতুন সমস্যা আনতে চলেছে আলোর জীবনে। তার জেরে কীভাবে নাজেহাল হয় 'আলো'? কীভাবেই বা বিপদ থেকে উদ্ধার হয় সে? সেটাই এখন দেখার অপেক্ষা। 

 

প্রসঙ্গত, ১০০ পর্ব পেরিয়ে দারুণ খুশি ধারাবাহিকের সদস্যরা। শুটিং ফ্লোরেই কেক কেটে হল সেলিব্রেশন। গল্পের নতুন মোড়ে নয়া চমক নিয়ে বেশ আশাবাদী কলাকুশলীরা।