সংবাদসংস্থা মুম্বই: গত ১৩ মে থেকে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। তার আগের দিন তারকাদের পোশাক-পরিচ্ছদ নিয়ে নতুন নিয়ম ঘোষণা করেছে কান। সেখানে বলা হয়েছে, তারকারা এমন কোনও পোশাক পরতে পারবেন না, যাতে নগ্নতা প্রকট হয়। এমন কোনও পোশাক পরবেন না, যাতে অনেক বেশি ঘের দেওয়া রয়েছে। আর এমন পোশাকও পরতে পারবেন না, যে পোশাকের পেছন দিকে অনেকখানি কাপড় মাটিতে লুটিয়ে থাকে। 

 

 

 

 

তারকাদের নিয়ম মেনেই পোশাক পরতে হবে। কারণ, ওই পোশাক সামাল দেওয়ার জন্য এত দিন যে সাহায্যকারীদের রেড কার্পেটে রাখতেন কানের উৎসব কর্তৃপক্ষ, তাঁরা এ বছর থাকবেন না। অনেকেই মনে করছেন, এই শেষ মুহূর্তের নিষেধাজ্ঞার জন্যই কানে এবার তারকাদের সে ভাবে দেখা যাচ্ছে না।

 

 

 

 

কানে যে সমস্ত তারকা লাল গালিচায় হাঁটেন তাঁদের প্রায় প্রত্যেকেরই পোশাকে অল্পবিস্তর ওই সব ক’টি বৈশিষ্ট্য থাকে, যা এ বছর নিষিদ্ধ। কানের আমন্ত্রিতেরা সেই সব পোশাক কয়েক মাস ধরে পরিকল্পনা করেন পোশাকশিল্পীদের সঙ্গে। ২৪ ঘণ্টার নোটিসে আচমকা নিয়ম বদলানোয়, বহু তারকাকেই পোশাক বাতিল করতে হয়েছে। 

 

 

 

 

তবে এবার নজর কাড়লেন অভিনেত্রী, উদ্যোক্তা পারুল গুলাটি। কান-এর লাল গালিচায় মানুষের মাথার চুল দিয়ে তৈরি পোশাক পরে হাঁটলেন তিনি। শুধু তাই নয়, এর মাধ্যমে নিজের সংস্থা 'নিশ হেয়ার'-এরও প্রচার করেন তিনি। 

 

 

 

 

তাঁর এই পোশাকটি তৈরি করেছেন মোহিত রাই এবং ঋদ্ধি বংশাল। এক মাসেরও বেশি সময় ধরে ১২ জন দক্ষ কারিগরের হাতে তৈরি হয়েছে পারুলের এই মানব কেশের পোশাকটি। সমাজমাধ্যমে তাঁর ছবি ছড়িয়ে পড়তে নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন তিনি।