সংবাদসংস্থা মুম্বই: তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কমে না নেটিজেনদের। কোথাও এতটুকু সন্দেহের আঁচ পেলেই তা হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। এবার নেটিজেনদের চর্চায় অভিনেত্রী অর্চনা পূরণ সিং। অর্চনা তাঁর ইউটিউব চ্যানেলে একটি নতুন ভ্লগ শেয়ার করেছেন এবং যথারীতি তাঁর স্বামী পরমিত শেঠি ফের লাইমলাইটে।
নতুন ভ্লগে অর্চনা তাঁর ছেলেদের আন্তর্জাতিক সফরের কথা জানিয়েছেন। বড়ছেলে আয়ুষ্মান যখন প্যারিসে তাঁর প্রথম আন্তর্জাতিক ভ্রমণ করেছিলেন, তখন ছোটছেলে আর্যমান তাঁর বন্ধুদের সঙ্গে মালদ্বীপে গিয়েছিলেন। দু'জনেই যখন মুম্বই ফিরতে চলেছেন, তখন উচ্ছ্বসিত অর্চনা তাঁদের জন্য সারপ্রাইজ হিসাবে দহি পনির রান্না করেন।
অর্চনা বাড়িতে পনির তৈরি করে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁর স্বামী পরমিত তাঁকে রান্নাঘরে উত্যক্ত করছিলেন। তখন বিরক্ত হয়ে অর্চনা বলেন, "প্রতি বারের মতো আমি এই মানুষটির ওপর প্রচণ্ড বিরক্ত। দয়া করে কেউ ওকে আমার কাছ থেকে নিয়ে যান, আমি ঠিকানাটি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।"
রান্নায় তেমন পটু নন অর্চনা, এই কথা আগেই জানিয়েছিলেন তিনি। এর মধ্যেই দুই ছেলে ও স্বামী তাঁর সঙ্গে রসিকতা শুরু করে। এমনকী মজার ছলে পরমিত জানান, রান্না ভাল না হলে বিবাহবিচ্ছেদের পথে হাঁটবেন তিনি। এরপর খাবার টেবিলে অর্চনার বড়ছেলে বাবাকে রসিকতা করে জিজ্ঞাসা করলেন, "পনিরটি ঠিক আছে তো? এখন তাহলে আর বিচ্ছেদের পথে যাওয়ার প্রয়োজন নেই তো?"
