পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন তিনি। তবু যেন রয়ে গিয়েছেন। স্মৃতিতে, যাপনে, মায়ায়, প্রেমে। প্রয়াত স্ত্রী শেফালি জরিওয়ালাকে আজও আঁকড়ে রয়েছেন পরাগ ত্যাগী। বিবাহবার্ষিকী উপলক্ষে নিজের মতো করে ফিরিয়ে আনলেন ভালবাসার মানুষকে।

সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন পরাগ। সেখানে দেখা যাচ্ছে, স্ত্রী শেফালির হাসিমুখের একটি ছবি নিজের বুকে উল্কি করিয়েছেন তিনি। লিখেছেন, 'বন্ধুরা, অবশেষে অপেক্ষার অবসান। আমাদের ১৫তম বিবাহবার্ষিকীতে পরীকে এটাই আমার উপহার। ও সব সময়ে আমার হৃদয়ে এবং আমার শরীরের প্রতিটি কোষে থেকে যাবে। এবার সেটা সকলেই দেখতে পাবেন।' স্ত্রীর প্রতি পরাগের ভালবাসায় মুগ্ধ নেটিজেনরা। তাঁর এই পদক্ষেপের প্রশংসা করেছেন সকলেই।

২৮ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শেফালি। মাত্র ৪২-এই থেমে যায় তাঁর পথচলা। অনেকেই মনে করেন, বয়স ধরে রাখার জন্য বিভিন্ন চিকিৎসার ফলেই অকারণে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় তাঁকে। স্ত্রীকে নিয়ে নেতিবাচক মন্তব্যে কখনওই কর্ণপাত করেননি পরাগ। তাঁর সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলিই তাঁর বেঁচে থাকার রসদ।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Pari aur Simba ke Papa (@paragtyagi)