সংবাদ সংস্থা মুম্বই: ফের ফিরছেন ‘ক্রিমিনাল জাস্টিস’-এর মাধব মিশ্র! শুরু হতে চলেছে খুন, প্রেম আর ষড়যন্ত্রে মোড়া সিরিজের চতুর্থ অধ্যায়। আবারও সেই পরিচিত দরজায় কেউ কড়া নাড়ল। ফের ফিরছেন পঙ্কজ ত্রিপাঠী— আইনজীবী মাধব মিশ্র রূপে। কারণ ‘ক্রিমিন্যাল জাস্টিস: আ ফ্যামিলি ম্যাটার’-এর চতুর্থ সিজনের প্রথম ঝলক এল প্রকাশ্যে আর এবারের কেস আগের চেয়েও ভয়ঙ্কর।
হটস্টারে মুক্তি পেল চতুর্থ সিজনের প্রথম ঝলক, যেখানে দেখা গেল সুরভিন চাওলা-কে এক জটিল খুনের মামলায় মাধব মিশ্রর সাহায্য চাইতে। প্রেম, প্রতারণা আর গার্হস্থ্য হিংসার অন্ধকার গলিপথে এবার প্রবেশ করবে মাধবের তদন্ত। টিজারে একদিকে যেমন ধরা দিয়েছে পুলিশের গ্রেপ্তারি অভিযান, অন্য দিকে রয়েছে প্রেমের ঘনঘটা আর হিংসার কাঁটা। এক জায়গায় মাধব তাই নিজেই বলে ওঠেন— “এই কেসটা খুবই প্যাঁচালো। এবার অনেক ঘুরপথে হাঁটতে হবে।”
তবে রয়ে গেছে সেই হালকা রসবোধ, কোর্টরুমে টানটান উত্তেজনা আর মাধব মিশ্রর মানবিক দৃষ্টিভঙ্গি— যা এই গোটা সিরিজকে আলাদা করে দিয়েছে শুরু থেকেই। চতুর্থ সিজনটি স্ট্রিমিং শুরু হবে ২২ মে থেকে, জিও হটস্টার-এ।
