সংবাদ সংস্থা মুম্বই: ‘মেট্রো ইন দিনো’ ট্রেলারের মাঝে হঠাৎ-ই এক ঝলকের জন্য করেই দেখা যায়, রাস্তার মাঝে প্রায় নগ্ন অবস্থায় দৌড়চ্ছেন পঙ্কজ। পরনে শুধু মোজা আর অন্তর্বাস। চারপাশে পথচারী মানুষ—আর তার মাঝেই সেই দৃশ্য শুট হয়েছে একেবারে বাস্তব লোকেশনে।
এই প্রসঙ্গে পঙ্কজ বলেন,“এই দৃশ্যটা ছিল আমার কেরিয়ারের অন্যতম সাহসী কাজ, সাহসী দৃশ্য। বাস্তব লোকেশনে শুট করেছি। শরীরে কম কাপড় থাকলেও তা চিত্রনাট্যের প্রয়োজনেই। কোনওরকম খবরের শিরোনামে জায়গা পাওয়ার জন্য নয়।” পঙ্কজ আরও জানান, লুকানো ক্যামেরায় ওই দৃশ্য শ্যুট করা হয়েছিল যাতে সাধারণ মানুষের আসল প্রতিক্রিয়া ধরা যায়। “আমরা নিজেরাই বুঝিনি শট কখন শুরু হয়েছে। তাই ছবিতে সেই দৃশ্যের অভিব্যক্তিগুলো একদম খাঁটি। একটু নার্ভাস লাগলেও জানতাম, এই এক্সপেরিমেন্ট ছাড়া গল্পটাই অপূর্ণ থেকে যাবে।”এই দৃশ্যের জন্য কয়েকদিন মহড়া-ও দিয়েছিলেন অভিনেতা।
‘মেট্রো ইন দিনো’র ট্রেলার প্রথম ঝলকেই দর্শক হৃদয় ছুঁয়ে ফেলেছে। সম্পর্কের টানাপোড়েন, জীবনের মোড় ঘোরানো সিদ্ধান্ত আর দ্বিতীয় সুযোগের গল্প— সব মিলিয়ে এটি হতে চলেছে এই প্রজন্মের অন্যতম সংবেদনশীল প্রেমচিত্র। শহর, সম্পর্ক আর সংলাপ— আট রকমের ভালবাসায় মোড়া ট্রেলারের জগৎ। ছবির ট্রেলারে উঠে এসেছে বিভিন্ন বয়স, পটভূমি আর মানসিকতার আটটি চরিত্র, যারা প্রত্যেকে নিজেদের জীবনের জটিল ভালবাসার গল্পে জড়িয়ে আছে। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষণ কুমার, অনুরাগ বসু ও টনি বসু। আর পরিচালনার দায়িত্বে রয়েছেন নিজেই অনুরাগ বসু— যাঁর হাত ধরেই ‘লাইফ ইন আ… মেট্রো’ ও বরফি!’-র মতো সব ছবি যুগান্তকারী হয়ে উঠেছে। এবারের গল্পটিও যেনসেই একই বাস্তব আর কল্পনার মিশেলে তৈরি, যেখানে সিটি-লাইটসের মাঝে হারিয়ে যাওয়া মানুষেরা খুঁজে ফেরে একটুকরো ভালবাসা।
মুক্তি পাচ্ছে ৪ জুলাই। পরিচালক অনুরাগ বসু, সঙ্গীতে প্রীতম। সঙ্গে আছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, ফতিমা সানা শেখ, কঙ্কণা, কেকে মেনন, নিপুণ কাস্ট—এবং পঙ্কজ ত্রিপাঠী।
