সংবাদ সংস্থা মুম্বই: পর্দায় আসছে একেবারে নতুন এক জুটি—পঙ্কজ ত্রিপাঠি এবং আদিতি রাও হায়দরি। আর সেই সঙ্গে হাসির মোড়কে এক টুকরো জীবন... নাম ‘পারিবারিক মনোরঞ্জন’।
২০২৫ সালের এপ্রিল মাসে এএজেড ফিল্মসএবং ভানুশালি স্টুডিওস ঘোষণা করেছিল যে তারা যৌথভাবে তিনটি ছবির প্রজেক্টে হাত দিচ্ছে। সেই প্রজেক্টের প্রথম ছবি হিসেবেই আসছে এই ‘পারফেক্টলি মিসম্যাচড জুটি’-র পারিবারিক কমেডি। সূত্র মারফত জানা গিয়েছে, ছবিটির শুটিং শুরু হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ ৫ জুন, লখনউতে। পরিচালনায় রয়েছেন ‘বান্টি ঔর বাবলি ২’ ছবিখ্যাত পরিচালক বরুণ ভি শর্মা। চিত্রনাট্য লিখেছেন ব্রিজেন্দ্র কালা এবং বরুণ নিজেই।
এ ছবি প্রসঙ্গে পঙ্কজ বললেন, ছবির ব্যাপারে উচ্ছ্বসিত পঙ্কজ ত্রিপাঠি জানালেন, “এ ছবির চিত্রনাট্য এতটাই সাদামাটা অথচ মজাদার যে না বলতে পারিনি। এটা সেরকম গল্প যা ধীরে ধীরে আপনার মন জয় করে নেয়। অদিতির সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ওর অভিনয়ের প্রতি নিষ্ঠা আমাকে বরাবরই মুগ্ধ করেছে।”
অন্যদিকে, আদিতি রাও হায়দরি বললেন, “গল্পটা পড়ে আমি শুরু থেকে শেষ অবধি হাসছিলাম। এই ধরনের গল্প খুব কমই হাতে আসে। গল্পের সরলতা আর মজার টুইস্টগুলোই ছবিটার আসল প্রাণ। পঙ্কজ স্যারের সঙ্গে কাজ করা মানে আমার জন্য এক বিশাল অভিজ্ঞতা ও শেখার সুযোগ।”
পরিচালক বরুণ শর্মার কথায়, “পারিবারিক মনোরঞ্জন আমার নিজের খুব কাছের একটা গল্প। জীবনের দৈনন্দিন গোলমাল আর কমেডির মধ্যে থেকে উঠে এসেছে এই ছবি। পঙ্কজ স্যার আর অদিতি প্রথমবার একসঙ্গে কাজ করছেন, এটা দর্শকের জন্য দারুণ এক অভিজ্ঞতা হতে চলেছে।”
চিত্রনাট্যের ভাঁজে ভাঁজে থাকছে হাসির মোড়কে সম্পর্কের ম্যাজিক, অসম্ভব এক জুটির সম্ভাবনার গল্প আর সেই ‘উত্তর ভারতীয়’ সংস্কৃতির গন্ধ মাখা মজাদার নাটকীয়তা। এখন শুধু অপেক্ষা—এই ‘মনোরঞ্জন’ কবে এসে পৌঁছবে বড় পর্দায়!
