সংবাদ সংস্থা মুম্বই: পঞ্চায়েত ৪’-এর ‘সচিবজি’ ওরফে ‘অভিষেক ত্রিপাঠি’র চরিত্রে মন জয় করে নিয়েছেন অভিনেতা জিতেন্দ্র কুমার ওরফে জিতু। কিন্তু ক্যামেরার সামনে এক সময় এমন এক সাহসী চরিত্রে তিনি অভিনয় করেছিলেন, যা মূলধারার হিন্দি বাণিজ্যিক সিনেমার জন্য ছিল এক বড় পদক্ষেপ।
আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান’-এ সমকামী চরিত্রে অভিনয় করে জিতু রাতারাতি আলোচনায় উঠে আসেন। আর সেই ছবির ‘ট্রেনের মধ্যে চুম্বন দৃশ্য’ তো আজও অনেকে ভুলতে পারেননি—একদিকে চমক, অন্যদিকে প্রশংসা আর সবার আগে একটা প্রগতিশীল বার্তা।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জিতেন্দ্র কুমার অকপটে খুলে বলেন সেই অভিজ্ঞতার কথা। তাঁকে প্রশ্ন করা হয়েছিল—এই ছবিতে সমকামী চরিত্রে অভিনয়ের সময় কি কোনওরকম দ্বিধা বা ভয় কাজ করেছিল? জবাবে জিতু বলেন, “একটুও ভয় পাইনি। বরং চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। এতসব দুর্দান্ত অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি এক্সাইটেড ছিলাম। আর বাকি সব কিছু তখন গুরুত্বহীন মনে হয়েছিল।”
আরও পড়ুন: সেন্সরের চোখ রাঙানিতেই পিছোল ‘ধড়ক ২’-এর মুক্তি? এবার অ্যাকশন-কমেডি ছবিতে ‘দঙ্গল’ কন্যা
ছবিতে তাঁর ও আয়ুষ্মান খুরানার একটি ট্রেনের মধ্যের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ভেজা চুমুর দৃশ্য ছিল যা প্রচুর চর্চায় এসেছিল। সেই দৃশ্য প্রসঙ্গে জিতেন্দ্র বলেন,“ওই দৃশ্যের শুট খুব স্বাভাবিকভাবেই করা গিয়েছিল। কারণ আমাদের মধ্যে কথাবার্তা, আলাপ খুব ভাল ছিল। ক্যামেরাম্যান থেকে পরিচালক—সবাই আমাদের জন্য খুব স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। কেউ কোনও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেনি। খুব সুন্দরভাবে পুরোটা সামলানো হয়েছিল। ট্রেনের দৃশ্যটা মোট তিনবার টেক নিয়েই ফাইনাল করা হয়।”
সিনেমায় সমকামী সম্পর্ককে কেন্দ্র করে গড়ে ওঠা গল্প-এর মধ্যে এই দৃশ্যটি ছিল এক সাহসী সিদ্ধান্ত, এবং সেটিকে একেবারে স্বাভাবিক, মানবিক ও রোম্যান্টিক ভঙ্গিতে তুলে ধরা হয়। এই মুহূর্তে জিতেন্দ্র কুমার ‘পঞ্চায়েত ৫’-এর প্রস্তুতিতে ব্যস্ত। সদ্য মুক্তি পাওয়া চতুর্থ সিজনে তাঁর পাশাপাশি দেখা গেছে নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়জল মালিক, চন্দন রায়, সুনীতা রাজওয়ার, সানভিকা ও পূজা সিং-কে।
অন্যদিকে, ‘ড্রিম গার্ল ২’ হিট হওয়ার পর আবার বড়পর্দায় ফিরছেন তিনি ‘থামা’ নিয়ে — আদিত্য সতপোদার পরিচালিত এই ছবিটি দীনেশ ভিজনের হরর-কমেডি ইউনিভার্সের অংশ। মুক্তি পাচ্ছে ২০২৫-এর দীপাবলিতে। বলিউডের হরর-কমেডি ব্রহ্মাণ্ডের আগামী সংযোজন ‘থামা’-র পর ২০২৬-এ মুক্তি পাবে আয়ুষ্মানের স্পাই-কমেডি। ধর্মা প্রোডাকশনের এই ছবিতে তাঁর বিপরীতে থাকবেন সারা আলি খান। অ্যাকশন আর কৌতুকের মিশেলে তৈরি হচ্ছে এই ঝকঝকে এন্টারটেইনার।সূত্রের খবর, এবার আয়ুষ্মান সই করেছেন এক আউট-অ্যান্ড-আউট ফ্যামিলি কমেডির জন্য। প্রযোজনায় ভূষণ কুমার ও জুনো চোপড়া, যারা এর আগে একসঙ্গে কাজ করেছেন ‘পতি পত্নী ঔর ওহ’ ছবিতে।
সূত্র জানিয়েছে, এই ছবি একদিকে সিচুয়েশনাল কমেডি, আবার অন্যদিকে থাকবে স্ল্যাপস্টিকের ছোঁয়া। আয়ুষ্মান অনেকদিন ধরেই এমন চিত্রনাট্য খুঁজছিলেন। এবার সেটাই পেয়ে গেছেন। ছবির শুটিং শুরু হচ্ছে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে, স্টার্ট-টু-ফিনিশ শিডিউলেই হবে শুটিং।
