সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে পুরনো ছবির ইতিহাস মাঝেমধ্যেই নতুন বিতর্কের জন্ম দেয়। এবার সেই তালিকায় যুক্ত হল ১৯৯৪ সালের ডেভিড ধাওয়ান পরিচালিত কমেডি-অ্যাকশন ছবি 'আন্দাজ', যেখানে অভিনয় করেছিলেন অনিল কাপুর, করিশ্মা কাপুর ও জুহি চাওলা।সম্প্রতি এক সাক্ষাৎকারে অনিল কাপুর আন্দাজ ছবিটিকে ‘বি-গ্রেড’ বলে মন্তব্য করেন এবং দাবি করেন ছবির বহুল সমালোচিত দ্ব্যর্থবোধক গান ‘খাড়া হ্যায়’ নিয়ে তিনি কিছুই জানতেন না, এমনকী তিনি নাকি গানটির বিরোধিতাও করেছিলেন।

 

এই মন্তব্যের পরেই কার্যত ফুঁসে উঠলেন ছবির প্রযোজক এবং প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান পহলাজ নিহালানি। এক  সাক্ষাৎকারে পহলাজ বলেন— “অনিল বলেছিল ‘আন্দাজ’ বি-গ্রেড ছবি? আমি ওকে একবার সরাসরি বলেও দিয়েছিলাম—তুই তো এই ছবির জন্য পাগল ছিলি! করিশ্মা তো আমার পায়ে পড়ে ছিল। তখন সবাই আমার সঙ্গে কাজ করতে চাইত, অনিলও তাদেরই একজন। ও নিজেই কত বি-গ্রেড সিনেমা করেছে!”

 

তাঁর আরও অভিযোগ—“খাড়া হ্যায় গানটা নিয়ে ও আপত্তি জানিয়েছিল? পুরো মিথ্যে! ৫০ বার গানটা শুনেছে শুটিংয়ের আগে। বলত, ‘এই গানেই তো হিট হবে ছবি!’ জুহি চাওলা ছাড়া কারও এই গানে সমস্যা ছিল না। অনিল নিজেই ওই গানের ভক্ত ছিল! এখন লোককে বিভ্রান্ত করছে আর আমাকে বদনাম করছে।”

 

আন্দাজ ছবিটি বক্স অফিসে সফল হলেও গান ‘খাড়া হ্যায়’ এর দ্ব্যর্থবোধক শব্দ নিয়ে বহুদিন ধরে বিতর্ক চলে আসছে। পহলাজ স্পষ্ট জানান, “আমি জীবনে কোনওদিন বি-গ্রেড সিনেমা বানাইনি!”


বর্তমানে অনিল কাপুর ব্যস্ত আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স এর পরবর্তী সিনেমা আলফা নিয়ে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন আলিয়া ভাট ও শর্বরী। পাঠান, টাইগার ৩ এবং  ওয়ার ২ –এর পর এটিই এই স্পাই ফ্র্যাঞ্চাইজির সপ্তম অধ্যায়। শিব রাওয়াইল পরিচালিত আলফা মুক্তি পাবে এই বছরের বড়দিনে।