উত্তম কুমারকে ঘিরে আজও কৌতূহলের শেষ নেই সিনেমাপ্রেমীদের মধ্যে। মহানায়কের শততম জন্মদিনে তাই আবেগে ভেসেছেন‌ প্রতিটি বাঙালি। বিভিন্ন মাধ্যম তাই উত্তম কুমারের এই জন্মশতবর্ষ পালন করতে উদ্যোগী। 'শতরূপে উত্তম' হল একটি অনন্য ডিজিটাল ইভেন্ট। যা প্রদর্শিত হচ্ছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে। যিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের অক্ষয় নক্ষত্র। তাঁর অভিনয়শৈলী, ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক অবদান আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

 


টানা ৩০ দিন, দর্শক উপভোগ করবেন তাঁর ৩০টি নির্বাচিত ক্লাসিক ও সুপারহিট ছবি। যা আবারও ফিরিয়ে আনবে সেই সোনালি দিনের জাদু। এটি শুধুমাত্র চলচ্চিত্র প্রদর্শনী নয়, বরং এক ঐতিহ্য, শিল্প ও উত্তরাধিকারকে সম্মান জানানোর মহোৎসব, যা বিশ্বজুড়ে বাঙালির হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।

 

'পৃথিবী আমারে চায়', 'রাজকুমারী', 'সবার উপরে', 'সদানন্দের মেলা', 'সাগরিকা', 'সাড়ে চুয়াত্তর', 'সাথীহারা', 'শেষ অঙ্ক', 'শিল্পী'র মতো সিনেমা দেখার সুযোগ শুধুমাত্র এক ক্লিকেই। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে শতরূপে উত্তম, চলবে ২ অক্টোবর পর্যন্ত।

 

এক ঝলকে দেখে নিন কোন দিন, কোন ছবি দেখা যাবে এই ওটিটি প্ল্যাটফর্মে। 


৭ সেপ্টেম্বর, 'সদানন্দের মেলা'
৮ সেপ্টেম্বর, 'রাইকমল'    
৯ সেপ্টেম্বর    'সবার ওপরে'
১০ সেপ্টেম্বর    'একটি রাত'    
১১ সেপ্টেম্বর    'সাগরিকা'    
১২ সেপ্টেম্বর    'শিল্পী'
১৩ সেপ্টেম্বর    'ত্রিযামা'
১৪ সেপ্টেম্বর    'জীবন তৃষ্ণা'
১৫ সেপ্টেম্বর    'পথে হল দেরি'
১৬ সেপ্টেম্বর    'পৃথিবী আমারে চায়'


১৭ সেপ্টেম্বর    'সোনার হরিণ'
১৮ সেপ্টেম্বর    'অগ্নি সংস্কার'    
১৯ সেপ্টেম্বর    'সাথী হারা'
২০ সেপ্টেম্বর    'বিপাশা'    
২১ সেপ্টেম্বর    'রাজকন্যা'    
২২ সেপ্টেম্বর    'অ্যান্টনি ফিরিঙ্গি'
২৩ সেপ্টেম্বর    'মরুতীর্থ হিংলাজ'
২৪ সেপ্টেম্বর    'ঝিন্দের বন্দি'
২৫ সেপ্টেম্বর    'দেয়া নেয়া'    
২৬ সেপ্টেম্বর    'শেষ অঙ্ক' 
২৭ সেপ্টেম্বর    'চিড়িয়াখানা' 
২৮ সেপ্টেম্বর    'চৌরঙ্গী'    
২৯ সেপ্টেম্বর    'রাজকুমারী'    
৩০ সেপ্টেম্বর    'মেম সাহেব'
১ অক্টোবর    'সন্ন্যাসী রাজা'    
২ অক্টোবর    'সব্যসাচী'    

 

আরও পড়ুন: রিয়্যালিটি শো-এর মঞ্চে এবার কোয়েল মল্লিক! কোন চ্যানেলে দেখা যাবে 'টলি কুইন'কে?

 


জানেন কি? কিংবদন্তি অভিনেতার জন্মদিনে তাঁর অনুরাগীরা, সহকর্মীরা পালন করলেও, উত্তম কিন্তু নিজে এই দিনটা একেবারেই এড়িয়ে যেতেন। বরং ৩ সেপ্টেম্বরের বদলে তিনি নিজের বার্থডে সেলিব্রেট করতেন ২৭ সেপ্টেম্বর! এর নেপথ্যে অবশ্য় একটা কারণ ছিল। ৩ সেপ্টেম্বর উত্তমের জন্মদিন হলেও, তাঁর ঠিক ৪ দিন পর অর্থাৎ ৭ সেপ্টেম্বর উত্তমপুত্র গৌতমের জন্মদিন। আর ২৭ সেপ্টেম্বর উত্তমের স্ত্রী গৌরীদেবীর জন্মদিন। উত্তমই এক নতুন নিয়ম বানান। স্ত্রীয়ের জন্মদিন ২৭ সেপ্টেম্বরই নিজের এবং ছেলের জন্মদিন পালন করতেন উত্তম। গোটা ইন্ডাস্ট্রি আসত বার্থডে পার্টিতে। অনেক রাত পর্যন্ত চলত জলসা। এমনকী, মুম্বই থেকেও বার্থডে সেলিব্রেশনে আসতেন হেমন্ত মুখোপাধ্যায়, আর ডি বর্মনরা। শোনা যায় একবার কিশোর কুমারও এসেছিলেন উত্তমের নিমন্ত্রণে। একসঙ্গে তাঁরা গানও গেয়েছিলেন।