সংবাদ সংস্থা মুম্বই: অস্কারজয়ী বিখ্যাত ও বিতর্কিত অভিনেতা উইল স্মিথ এবং দিলজিৎ দোসাঞ্জ—দু’জনকে একসঙ্গে ভাবাই কঠিন! অথচ তাঁরাই এবার একসঙ্গে জমিয়ে ভাংড়া নাচছে! শুধু তাই নয়, অস্কারজয়ী অভিনেতাকে যত্ন করে ভাংড়া নাচের নানান বাঙ্গি ও মুদ্রাও যত্ন করে শিখিয়ে দিতে দেখা গেল দিলজিতকে। সম্প্রতি এক ভিডিওয় ধরা পড়ল এই দুই তারকার জমজমাট মুহূর্ত, যা নেটপাড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আর ভিডিওটিও জুটি বেঁধে পোস্ট করেছেন এই দু’জন - উইল স্মিথ এবং দিলজিৎ!
ভিডিওর শুরুতে দেখা যায় উইল স্মিথ তাঁর ফোনে দিলজিতের ছবি দেখাচ্ছেন। তার পরেই দু’জনে এক ফ্রেমে—একদিকে নীল ট্র্যাকস্যুটে হলিউডের স্টাইল আইকন, অন্যদিকে সাদা কুর্তা আর কমলা পাগড়িতে পাঞ্জাবি সুপারস্টার। আর তারপরেই আসল চমক—দিলজিতের জনপ্রিয় গান ‘কেস’-এর সুরের তালে তালে উইল স্মিথ নাচতে শুরু করলেন ভাঙড়া! বিট দ্রুত হতেই হলিউড তারকার স্টেপ, পাঞ্জাবি ঢোলের সঙ্গে পুরো জমে গেল।
ভিডিওর ক্যাপশনে দিলজিত ইনস্টাগ্রামে লেখেন, “পাঞ্জাবি আ গয়ে ওয়ে! উইথ দ্য ওয়ান অ্যান্ড অনলি লিভিং লেজেন্ড @willsmith! কিং উইল স্মিথকে ভাঙড়া করতে দেখা যারপরনাই অনুপ্রেরণা দেয়!”
