১৩ বছর পর ফের ভারতে বিশ্ববিখ্যাত স্প্যানিশ তারকা এনরিকে ইগলেসিয়াস। অবশ্য বছরের শুরুতেই ঘোষণা হয়েছিল, ভারতে অনুষ্ঠান করতে আসছেন তিনি। আর এক রাতেই যেন মুম্বইয়ের আকাশে নামল লাতিন আগুন। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ে অনুষ্ঠিত এই পপ তারকার কনসার্টে হাজির ছিলেন প্রায় ২৫ হাজার উন্মত্ত দর্শক। তিন ঘণ্টার শো-তে এনরিকে যখন গাইছিলেন তাঁর কালজয়ী হিট ‘হিরো’, ‘রিং মাই বেল’, ‘বাইলামোস’, ‘বেবি আই লাইক ইট’-এর মতো সব গান, তখন গোটা মাঠ একসঙ্গে গলা মেলাচ্ছিল তাঁর সঙ্গে। অনুষ্ঠানের দর্শকাসনে মালাইকা অরোরা সোনল চৌহান, মন্দানা করীমী, বিদ্যা বালন, জ্যাকি ভগনানী, রুবীনা দিল্যাক, অভিনব শুক্লকে দেখা গিয়েছে।
কিন্তু অনুষ্ঠানে সেরা মুহূর্ত এল হঠাৎই যখন ভক্তদের উচ্ছ্বাস মঞ্চে গিয়ে পড়ল সরাসরি! মঞ্চে এনরিকের উদ্দেশ্যে কেউ ছুঁড়লেন টুপি, কেউ শার্ট আর কেউ বা নিজের ফোন! সেই ফোন যখন ছোঁড়া হয় তাঁর দিকে, ঠিক তখনই স্টেজের র্যাাম্পে হেঁটে ভক্তদের দিকে এগোচ্ছিলেন। ঠিক সেই সময়েই একজন ভক্ত মঞ্চে ছুঁড়ে দেন নিজের মোবাইল ফোন। এনরিকে এক হাতে মাইক ধরে রেখে অন্য হাতে ঝটপট ধরে ফেললেন সেই ফোন, মুখে চেনা হাসি। তারপর মুহূর্তের মধ্যেই তুলে ফেললেন একটা সেলফি! দু’আঙুল তুলে দেখালেন শান্তির বার্তা! তারপর দর্শকের মধ্যে তাকিয়ে খুঁজে বের করলেন ফোনের মালিককে আর তা ফেরত দিলেন।
এই দৃশ্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা বলছেন, “এইজন্যেই তো ও আজও প্রেমের গানের সেরা গায়ক ও!”
তবে এটাই প্রথম নয় যখন ভক্তদের উচ্ছ্বাস মঞ্চে এসে পৌঁছেছে তাঁর কাছে। বহু বছর আগে, এক বিদেশি কনসার্টে এক মহিলা ভক্ত এনরিকের দিকে ছুঁড়ে দিয়েছিলেন তাঁর অন্তর্বাস! প্রথমে খানিক হতচকিত হয়ে গেলেও মুহূর্তের মধ্যে নিজেকে সামলে ওই অন্তর্বাসটি নিজের গলায় ঝুলিয়ে মঞ্চে হাসিমুখে খানিক ঘোরাফেরা করেন এই পপষ্টার। এরপর নিজের সেই চিরচেনা রসবোধে মজার জবাব দিয়েছিলেন - “আমি তো জানতাম, তোমরা গান শুনতে এসেছো, কিন্তু এভাবে ভালবাসা দেখাবে ভাবিনি!” তারপর অবশ্য অন্তর্বাসটি দর্শকদের মধ্যে ছুঁড়ে দেন গায়ক।
ভক্তদের হাসির রোল গড়িয়ে পড়েছিল গোটা স্টেডিয়ামে।
আজও এনরিকে ইগলেসিয়াস সেই একই ব্যক্তিত্ব নিয়ে মঞ্চে নামেন। গানে, হাসিতে, আর অকৃত্রিম ভক্ত-প্রেমে। ৫০ বছর বয়সে দাঁড়িয়েও তাঁর মঞ্চে আগুন, আর চোখেমুখে সেই ছেলেমানুষি! ১৩ বছর পর তাঁর এই ভারত সফরে মুম্বই প্রমাণ করল, এনরিকে এখনও সেই বিশ্ব-তারকা, যিনি শুধু গানেই নয়, এক ঝটকায় ভক্তদের হৃদয়ও জয় করে নিতে জানেন।
